[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির পানছড়িতে ১০ ওয়াকিটকি সহ এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনীবান্দরবানের লামায় সাড়ে ৬ লাখ ইউক্যালিপটাস ও আকাশমনি চারা ধ্বংসখাগড়াছড়ির রামগড়ে শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতারদীঘিনালায় নবাগত ইউএনও শান্তি ও উন্নয়নে সবার সহযোগীতা চাইলেনবান্দরবানের আলীকদমে বন্দুকের গুলিতে পর্যটকের মৃত্যু, চার বন্ধু আটকদীঘিনালায় কৃত্তি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বিভাগের পুরস্কার বিতরণমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দূর্ঘটনায় রাঙ্গামাটির উক্য চিং মারমাও মারা গেলখাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধারপাহাড়ের উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই: খাগড়াছড়িতে নাহিদ ইসলামদীঘিনালায় নদীর গর্ভে বিলিন রাস্তা সাঁকো দিয়ে চলাচল
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের আলীকদমে ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত-১

৬৪

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥

বান্দরবানের আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের দূর্গম এলাকায় কনসম ঝিরিতে রবিবার (১৪মার্চ) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধ ক্রইলং ম্রো আলীকদমের সমথং পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

এদিকে প্রত্যক্ষদর্শী মেইনপং ম্রো জানান, ক্রইলং ম্রো কনসম ঝিরিতে রাতে জাল পেতে রাখতেন। সকালে গিয়ে সেই মাছ আনতেন। তিনি আরোও বলেন রবিবার সকালে তারা তিনজন একসঙ্গে বের হন। ক্রইলং যান কনসম ঝিরিতে। বাকি দুজন ছিলেন অন্য ঝিরিতে। এ সময় একটি ছানাসহ মা ভালুক এসে ক্রইলংকে আক্রমণ করে। পরে প্রাণীটি পাহাড়ের মধ্যে চলে যায়।

আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম জানান, সেনাবাহিনী আহত ক্রইলংকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। আলীকদম সেনাবাহিনীর সহযোগীতায় উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টার যোগে চট্টগ্রামে নেয়া হয়েছে। এর আগে ২৬ ফেব্রুয়ারি জুম কাটতে যাওয়ার সময় বান্দরবান সদরের চিম্বুক ম্রো পাড়ায় ভালুকের আক্রমণের শিকার হন ইয়ান ওয়াই ম্রো ও পাঁচ বছরের নাতি মাংলিউ ম্রো। তাদের উদ্ধার করে বান্দরবান ইম্যানুয়েল মেডিক্যাল সেন্টারে নেয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।