[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তাররাঙ্গামাটিতে মৃত হাতি শাবককে ৪৮ঘণ্টা ধরে পাহাড়ায় হাতির দলজাতীয় নিরাপদ সড়ক দিবসে দীঘিনালায় সচেতনতামূলক সভাবাল্যবিবাহ নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেকাপ্তাই আইডিইবি’র নতুন সভাপতি- ইমাম ও সাঃ সম্পাদক-আলীআইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের আলীকদমে ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত-১

৬৪

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥

বান্দরবানের আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের দূর্গম এলাকায় কনসম ঝিরিতে রবিবার (১৪মার্চ) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধ ক্রইলং ম্রো আলীকদমের সমথং পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

এদিকে প্রত্যক্ষদর্শী মেইনপং ম্রো জানান, ক্রইলং ম্রো কনসম ঝিরিতে রাতে জাল পেতে রাখতেন। সকালে গিয়ে সেই মাছ আনতেন। তিনি আরোও বলেন রবিবার সকালে তারা তিনজন একসঙ্গে বের হন। ক্রইলং যান কনসম ঝিরিতে। বাকি দুজন ছিলেন অন্য ঝিরিতে। এ সময় একটি ছানাসহ মা ভালুক এসে ক্রইলংকে আক্রমণ করে। পরে প্রাণীটি পাহাড়ের মধ্যে চলে যায়।

আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম জানান, সেনাবাহিনী আহত ক্রইলংকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। আলীকদম সেনাবাহিনীর সহযোগীতায় উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টার যোগে চট্টগ্রামে নেয়া হয়েছে। এর আগে ২৬ ফেব্রুয়ারি জুম কাটতে যাওয়ার সময় বান্দরবান সদরের চিম্বুক ম্রো পাড়ায় ভালুকের আক্রমণের শিকার হন ইয়ান ওয়াই ম্রো ও পাঁচ বছরের নাতি মাংলিউ ম্রো। তাদের উদ্ধার করে বান্দরবান ইম্যানুয়েল মেডিক্যাল সেন্টারে নেয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।