[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটিতে বনভোজন আয়োজন এর মধ্যে দিয়ে টুগেদারস ক্লাবের শুভ উদ্ভোধন

২৮৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

“Teamwork makes the dream work”  এ প্রতিপাদ্য নিয়ে রাঙ্গামাটিতে উৎসব মুখর পরিবেশে বনভোজনের মধ্যে দিয়ে কেক কেটে টুগেদারস ক্লাবের শুভ উদ্ভোধন করা হয়।

শুক্রবার (১২ মার্চ) সকালে রাঙ্গামাটির জীবতলী ইউনিয়নে গাংপার গার্ডেন রিসোর্টে পার্লভাইন ইন্টারন্যাশনাল অনলাইন বিজনেস সদস্যদের নিয়ে এ আনন্দ উৎসব আয়োজন করা হয়েছে। এসময় পার্লভাইন ইন্টারন্যাশনাল অনলাইন বিজনেস এর শতাধিক সদস্য সদস্যা টুগেদারস ক্লাবের শুভ উদ্ভোধন ও বনভোজনে অংশগ্রহণ করেন।
টুগেদারস ক্লাবের প্রতিষ্ঠাতা নিশান চাকমার নেতৃত্বে উপস্থিত ছিলেন টুগেদারস ক্লাব এর সহ সভাপতি অমর কুমার চাকমা,সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ মমিনুল ইসলাম,রাঙ্গামাটির জীবতলী মৌজার হেডম্যান হিটলার দেওয়ান প্রমূখ।

টুগেদারস ক্লাবের প্রতিষ্ঠাতা নিশান চাকমা বলেন, টুগেদারস ক্লাব মূলত কোন সমিতি বা ক্লাব নয়। এ টুগেদারস ক্লাবের মূল উদ্দেশ্য হলো কমিউনিকেশন বিজনেস এর মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন সৃষ্টি করা। টুগেদার ক্লাবে অন্তর্ভুক্ত হতে হলে তাকে অবশ্যই পার্লভাইন মেম্বারশিপ হতে হবে। তারপর তিনি এ ক্লাবের মাধ্যমে বিজনেস করার সুযোগ পাবে। যা নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার সম্ভাবনা রয়েছে। আর এ ক্লাবের উন্নয়নের লক্ষ্যে দুই প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হবে। এর মধ্যে একটি ট্রেডিশনাল বিজনেস অন্যটি ডিজিটাল বিজনেস।
তিনি বলেন, এ ক্লাবটি প্রতিষ্ঠায় ভবিষ্যৎ প্রজন্মরা সুফল পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়াও বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে বাংলাদেশ ডিজিটালাইজ হওয়ায় সোশ্যাল ই- কর্মাস ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য কমিউনিকেশন বিজনেস যথেষ্ট ভূমিকা রাখবে।

টুগেদারস ক্লাব উদ্ভোদন উপলক্ষে বিভিন্ন ইভেন্টের খেলাধুলার মধ্যে রয়েছে লটারি ড্র,মহিলাদের বল পাসিং খেলা, হাঁড়ি ভাঙ্গা, ঝুড়িতে বল নিক্ষেপ,শিশুদের ঝুড়িতে বল নিক্ষেপ,পুরুষদের ক্রিকেট খেলা, ঝুড়িতে বল নিক্ষেপ সহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছে।  এসময় টুগেদার ক্লাবের সদস্যবৃন্দ ও পার্লভাইন ইন্টারন্যাশল এর সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে অমর শান্তি চাকমা ও মেয়ে লিপি চাকমার কণ্ঠে গান পরিবেষণা করা হয়। আরো অনুষ্ঠান পরিবেষণায় কীবোর্ড অপারেটর হিসেবে ছিলেন অমর শান্তি চাকমার ছোট ছেলে অভীক চাকমা। সভা শেষে টুগেদারস ক্লাবের ব্যবসায়ী পার্টনারশিপ হিসেবে ৪জন সদস্য অংশগ্রহণ করেন এবং খেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।