বান্দরবানে মেয়র ও নবনির্বাচিত কাউন্সিলরদের গণসংবর্ধনা অনুষ্ঠিত
॥ আকাশ মার্মা মংসিং,বান্দরবান ॥
বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত বান্দরবান পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলদের বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ মার্চ) বিকালে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর শহরে প্রধান সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু মঞ্চে সমাপ্তি ঘটে। পরে বঙ্গবন্ধুকে ফুলের শুভেচ্ছা নিবেদন জানানো হয়।
বান্দরবান শহর পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ নেতৃত্বে ও সাধারন সম্পাদক শামসুল হল সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্তিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগ সভাপতি ক্যশৈহ্লা।
এসময় উপস্তিত ছিলেন, আওয়ামীলীগের সহ-সভাপতি কাজল কান্তি দাশ,সাধারন সম্পাদক ও নব নির্বাচিত পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সাগঠনিক সম্পাদক লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, এ কে এম জাহাঙ্গীর, নব নির্বাচিত কাউন্সিলর ১নং ওয়ার্ডে নাছির উদ্দীন, ২নং ওয়ার্ডের মোহাম্মদ আলী, ৩ নং ওয়ার্ডের আজিত কান্তি দাশ, ৪নং ওয়ার্ডের ওমর ফারুক, ৫নং ওয়ার্ডের মং মং সিং মার্মা, ৬নং ওয়ার্ডের সৌরভ দাশ শেখর, ৭নং ওয়ার্ডের মোঃ হারুন সরদার, ৮নং ওয়ার্ডের মোঃ কামরুল হাসান বাচ্চু, এবং ৯নং ওয়ার্ডের মোঃ সেলিম, ১,২,৩নং ওয়ার্ডের দিপিকা তংচগ্যা, ৪,৫,৬ নং ওয়ার্ডের এমেচিং মার্মা এবং ৭.৮.৯ নং ওয়ার্ডে শাহানারা আক্তার সহ অঙ্গ সংগঠনে রাজনৈতিক নেতাবৃন্দ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমরা জনগনে কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ আমাদেরকে জনগনের সেবা করা সুযোগ দিয়েছেন বলে এর প্রতিদান আমরা অবশ্যই বান্দরবান বাসীকে দিতে চায়। আমরা সেবক হিসেবে জনগনে পাশে সর্বক্ষন সর্ব প্রচেষ্টায় আপনাদের পাশে আছি। বান্দরবান উন্নয়ন জোয়ার বয়ছে আরো বইবে। বক্তারা আরো বলেন, আজ নব নির্বাচিত কাউন্সিলরদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন বলে আজ আপনাদের ভালবাসায় আপনাদের শ্রম মেধা ফলে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আপনাদের ভালবাসায় আগামী ৫ বছরে বান্দরবান পৌরবাসী জন্য কাজ করে যাব ও সেই সাথে দেশ ও জনগনের উন্নয়নে লক্ষ্যে শ্রম দিয়ে যাব। এই ৫ বছরে বান্দরবান বাসীদের নিজ নিজ ওয়ার্ডের জগনের সাথে দুঃখ কষ্টের সাথী হয়ে উন্নত সেবা করা আপনাদের কর্তব্য ও দ্বায়িত্ব।