[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাজস্থলীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিতদীঘিনালায় স্কুল শিক্ষার্থীদের মাঝে ৯শত চারা বিতরণ করা হবেপানছড়িতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিতলংগদুতে জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভারাঙ্গামাটির লংগদুতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করনের লক্ষ্যে মতবিনিময় সভামানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দরাবিপ্রবির শিক্ষক সংকট অনেকটাই নিরসন হয়েছে: ভাইস চ্যান্সেলররাঙ্গামাটিতে ব্যবসায়ীর ত্রি-খণ্ডিত লাশ উদ্ধার, ঘাতক স্বামী-স্ত্রী ফেফতারবান্দরবানের লামায় বড় ভাইয়ের শশুর বাড়ির লোকজনের হাতে ছোট ভাই খুনবান্দরবানে রাতের অন্ধকারে জিয়া স্মৃতি সংসদ অফিস ভাঙচুর
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবান থানচিতে সাড়ে ৩ কোটি টাকার আফিমসহ আটক-১

১২০

॥ আকাশ মার্মা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানের থানচি উপজেলায় র‌্যাব-বিজিবি যৌথ বাহিনীর অভিযানে সাড়ে ৩ কোটি টাকার আফিমসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার(৯ মার্চ) বিকেলে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা সূত্রে জানা যায়, জেলার থানচি উপজেলার সদর ইউনিয়নের থানচি ব্রিজ এলাকায় মাইক্রো স্টেশনে অভিযান চালায় র‌্যাব ও বিজিবি যৌথ বাহিনীর সদস্যরা। অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম র‌্যাব-৭ এর মেজর মাঃ মুশফিকুর রহিমের নেতৃত্বে ১২ জনের একটি টহল দল এবং বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়নের হাবিলদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে ১০ জনের একটি টহলদল। অভিযানের সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম লেংরাও ম্রো (১৯)। তার বাড়ি থানচির তীন্দু ইউনিয়নের রেংবো পাড়া এলাকায়। এসময় আটক ব্যাক্তির কাছ থেকে ৩ কেজি ৭০০ গ্রাম আফিম উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৫০ লক্ষ টাকা।

এ বিষয়ে চট্টগ্রাম র‌্যাব-৭ এর মেজর মাঃ মুশফিকুর রহিম, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আফিমের একটি চালান হাত বদলের খবর পেয়ে ক্রেতা সেজে অভিযান চালানো হয়। অভিযানে ৩ কেজি ৭শ গ্রাম আফিম উদ্ধার করা হয়েছে। একজন মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া মাদকসহ ১ জনকে থানায় সোপর্দ করা হয়েছে। থানচি থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।