লুইচ্চ্যা চেয়ারমন জেঠার ছবি সহ ছাপাইয়া নগরে নগরে পোস্টারিং করিয়া দেওনের দরকার
ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে-দরবারে, টেবিলে-টেবিলে আবারো কারেন্ট হাজির। কোভিট-১৯ তো কষিয়া চালাইলেও এইবার আমাগো শেখ হাসিনা জেঠি ব্যাটা করোনার টুঁটি চাপয়া ধরিয়াছে। এই বজ্জাতের হাড্ডি গোটা পৃথিবীর জেঠা-জেঠির অস্থিমজ্জাও চুষিয়া যাইতেছে। পৃথিবীর লাখ লাখ জেঠা-জেঠিগোর জীবন সাঙ্গ করিয়া বন্ধন ছিন্ন করিয়াছে। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা ক্রমান্বয়ে লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে কঠোর দমন নাই, নিপীড়ন, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি অভিযোগ-অভিযোগ। আমি জেঠাও শাররীক মানসিক অর্থনৈতিক বেকায়দায়, শক্ত করিয়া কলমও ধরিতে পারিতেছিনা। ভক্তরাও খালি কহেন অ-জেঠা মোরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। ভাইপো-রে বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কার মতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….
তয় ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর জেঠা-জেঠিগোর ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তয় তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের বয়ান লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ালার দেয়া ব্ল্যাক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। এত সেবা করিতে হইলে জেঠার অবস্থাটা কে দেখিবে। রাইতে জেঠিরে দুই চাইর কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি হইয়া পড়ে। পাহাড় পর্বতের খেটে খাওয়া মানুষ অ-মানুষগোর সুখ দুঃখের খবর হ¹ল জেঠাগোর নিকট উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। নতুন করিয়া বিশে^র ভাইরাস করোনাতো কারো কথাই হুনিতে চাহে না। খালি ধরে আর মারে। মরিলে নাকি ছুঁইতেও পারে না। মানুষের শইলে থাকা ভাইরাসগুলাইনের মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং আপাতত বরবাদ। যত নষ্টের মূল হইলো করোনা-১৯। বেকার এই ছোট্ট জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, খালি বায়না ধরে জঙ্গল দেখিবো, পাহাড়, নদী-নালা দেখিবো। আমি জেঠা যে কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি…
আলম জেঠা কহিলো, চুক্তির শর্তে পার্বত্য চট্টগ্রামের যেই হ¹ল পাহাড় হইতে সেনা বাহিনী ক্যাম্প ছাড়িয়া গিয়াছে হেই সব ক্যাম্পে পুলিশ ইন করিবে। আমাগো ষরাষ্ট্রমন্ত্রী কান জেঠাও তাই কহিলেন। প্রধানমুন্ত্রীর নির্দেশনাও রহিয়াছে। এ মেটারে তাইনে নাকি জনসংহতি সমিতির সভাপতির সহিত আলাপ করিয়া এই পদক্ষেপ লইতেছে। যাউ¹া অন্তত এখন মানুষের উপকার হইবে। তয় যত দ্রুত সম্ভব খালি স্থান ভরাট করনের দরকার, চিন্তায় আছি…
আকাশ জেঠা কহিলো, বান্দরবানে ঘুমধুম পাহাড়ের এই পর্যন্ত সাড়ে ছয় লাখ পিস ইয়াবা উদ্ধার করিয়াছে আমাগো আইনসৃংখলা বাহিনীর সদস্যরা। গেল সমবারও হেই খানের রেজু আমতুলিতে অভিযান চালাইয়া বিজিবির জোয়ানরা এক লাখ কুড়ি হাজার পিস ইয়াবা উদ্ধার করিয়াছে। এই অবাধ্য বাবা ব্যবসায়ীগোর লাগাম টানিতে না পারিলে আমাগো পুত পইতাতো শুন্য করিয়া ছাড়িবে, চিন্তায় আছি…
আজগর জেটা কহিলো, পার্বত্য অঞ্চলে সীমান্ত এলাকায় নিরাপত্তা চৌকি বাড়ই পুলিশ জেঠারা প্রস্তুত। চৌকি বাড়াইলে অপরাধ চক্রে জড়িতরা ধরা পড়িবে। আমাগো রাঙ্গামাটি জেলা পুলিশের প্রদান কর্তা জেঠাও কহিলো পার্বত্য চট্টগ্রামরে উন্নয়নে আর নিরাপত্তায় সীমান্ত সড়ক-চৌকি বাড়ানো হইবে। কথা হইলো যা করনের দরকার দ্রুতই দরকার, চিন্তায় আছি…
ইসমাইল জেটা কহিলো, খাগড়াছড়ির মানিকছড়িতে গলায় ফাঁস দিয়া এক মাদ্রাসা ছাত্রী আত্ম হত্যা করিয়াছে। পড়া লেখা লইয়া তাইনের বাবা-মা বকাঝকা করিলে মাইয়া এই অপরাধ কাম করিয়াছে। দেশে যেইভাবে আত্মহত্যার প্রবণতা বাড়িয়াছে তার থেইকে তাহাতে সরকারি-বেসরকারি, সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানের আত্মহত্যা প্রবণতা কমাইতে কাইজ কাম করনের দরকার, চিন্তায় আছি…
আলম জেঠা কহিলো, চাকুরী আর বিয়া করিবার কথা কহিয়া নারী ধর্ষণ ঘটনায় পাহাড়ের লংগদু উপজেলার ভুষণছড়া ইউপি’র চেয়ারমন মামুনরে আদালত কারাগারে পাটাইয়াছে। গের মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করিতে গেলে সোজা কারাগারে পাঠাইয়া দেন আদালত। এইসব চরিত্রহীনরাই জনগনরে পটাইয়া ক্ষমতায় যাইয়া দুনিয়ার আকাম-কুকামই চালাইয়া যাইতেছে। এই লুইচ্চ্যা চেয়ারমন জেঠার ছবি সহ ছাপাইয়া নগরে নগরে পোস্টারিং করিয়া দেওনের দরকার, চিন্তায় আছি…
আমাগো খাঁন জেটা কহিলো, বাঘাইছড়ি উপজেলা প্রকল্প কার্যালয়ে ঢুকিয়া হেইখানের ইউপি সদস্য সমর বিজয় চাকমারে প্রতিপক্ষরা গুলি করিয়া হত্যা করিয়াছে। গেল বুইধবার প্রকাশ্যদিবালোকেই জঘন্য এই ঘটনা। ঘটনা লইয়া বিষুধবার বিজয়’র বড় ভাই অজ্ঞাতসহ ১৮ জনরে আসামী করিয়া মামলা করিয়াছে। আর কত্থ মায়ের বুক খালি হইলেই তাইনেগোর স্বর্ত হাসিল হইবে, চিন্তায় আছি…
আকাশ জেটা কহিলো, বান্দরবানের চিম্বুকে ভাল্লুকে অত্যাচারে দুই জেঠার শরীল ফাটাইয়া দিয়াছে। এই ঘটনা লইয়া হেই পাহাড়ি এলাকায় ভয়ে রাইত কাটাইতেছে জেঠা-জেঠিরা। গেল শুক্রবার দিনশুরুতেই এই হামলা। গ্রামের জেঠারা আহতগোরে লইয়া হাসপাতালের বিছানা ধরাইয়াছে। কথা হইলো বন-জঙ্গলরে যেই ভাবে ধ্বংস করিতেছে বন্য প্রাণীতো হামলা চালাইবেই, চিন্তায় আছি…
রফিক জেঠা কহিলো, লামার আবু বক্কর জেঠা বন্ধুত্বের খাতিরে বন্ধুরে বেড়াইতে আনিয়া মফিজরে আটকাইয়া অপহরণ নাটক সাজাইয়া শেষ মেষ ১০ লক্ষ টাকার মুক্তিপন দাবি করিতে যাইয়া ধরা খাইয়া এখন জেল হাজতে। বক্কর জেঠা একবার ভাবে নাই ধরা খাইলে জীবন শেষ। ব্যাটা বিশ্বাসের মূল্য অপহরণ নাটক। বেঈমানের কোন ঈমানই নাই। যেখানে যাইবে সেইখানেও জঘন্য ঘটনা ঘটাইবে। জেল জরিমানার বছর বাড়াইয়া দেওনের দরকার, চিন্তায় আছি…
আমাগো মাত্তাল লেদু জেঠা কহিলো, পৌরসভার ইলেকশন শেষ এখন নতুন করিয়া জেটা-জেঠিরে চুষনের দিন শুরু। খালি জনগনরে ল্যাং মারনের তালেই থাকিবে। হাত পাও ধরিয়া ক্ষেমতার চেয়ার পাইয়া পরে হ¹লই ভুলিয়া জনগনের পিঠের চাম তুলিয়াই যায়। ক্ষেমতারে ললিপপ ভাবিয়া থাকিলে ভবিষ্যৎ অন্ধকার। যা মনে হইতেছে মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে, চিন্তায় আছি…
শান্ত জেঠা কহিলো, আলী কদমের কুরুকপাতা ইউনিয়নে বন বিভাগের হর্তাকর্তার জেঠারা কোন ধরনের প্রশ্নতশ্ন না করিয়া ধর্মীয় পুতিষ্ঠান গির্জা ভাঙ্গচুর করিয়াছে। এই ঘটনা লইয়া হেইখানে জেঠা-জেঠি নেতা-নেত্রী সমাজপুতি, ক্ষেমতাপুতিরা ক্ষোভে জীবন পার করিতেছে। বন বিভাগ কহিলো রিজার্ভ বনে বাড়ি ঘর করিলে ধ্বংসতো করিতে হইবে। হেইখানে মানুষ থাকেনা থাকে সন্ত্রাসী। যা মনে হইতেছে বন বিভাগের জেঠারা মহা কেরেঞ্জাল শুরু করিয়া দিয়াছে, চিন্তায় আছি…
চাই জেঠা কহিলো, নিজের ছাত্রীর সর্বনাশ করিবার চেষ্টা করিতে যাইয়া এখন জেল কাটিতে শিক্ষক রানা। বেশ ক’বার তাইনের ছাত্রীরে যেওন হয়রানির চেষ্টা করিয়াছে বলিয়া ছাত্রীর বাবা থানায় নালিশ করিলে পুলিশ জেঠারা শেষ মেষ তাইনেরে ঢাকা হইতে আটক করিয়াছে। কথা হইলো নারী নির্যান শ্লীতাহানি ঘটনা ঘটিলে কোন ছাড় নয়, চিন্তায় আছি…
কবির জেঠা কহিলো, রবি টাওয়ারের যন্ত্রাংশ চুরি করিতে যাইয়া ৮ যুবক এখন জেল হাজতে। ব্যাটা চোরের দল এক পাহাড় হইতে আরেক পাহাড়ে চুরি করিয়াই জীবন ধারন করিয়া যাইতেছে। গের মঙ্গলবার কাপ্তাই উপজেলার শিরচড়িতে রবি টাওয়ারের যন্ত্রাংশ চুরি করিতে গেলে গোপন খবর পাইয়া আট চোর আটক করে পুলিশ জেটারা। তয় ভারা করিয়া চেঁছিলে চুরির মালামাল হ¹লই পাওয়া যাইবে, চিন্তায় আছি…
ভাইপো-রে পার্বত্য এলাকায় আর কতো রকম-বেরকমের কান্ডকারখানা দেখিতে হুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁন্দাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….
ইতি-
পা.স.চি.জে.মি.ব.
৭মার্চ, ২০২১ খ্রিঃ