মাটিরাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ঢাকা ম্যারাথন – ২০২১ অনুষ্ঠিত
॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ঐতিহাসিক ৭ই মার্চ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ঢাকা ম্যারাথন – ২০২১ অনুষ্ঠিত হয়।
রবিবার (৭ই মার্চ) সকালে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত দৌড়ে,গুইমারা রিজিয়নের সার্বিক তত্তাবধানে ও মাটিরাঙ্গা জোনের সার্বিক ব্যাবস্থাপনায় অনুষ্ঠানে প্রাধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান খাগড়াছড়ি জেলার সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা শুরুতে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথীরা।
গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন,এনডিসি,এ এফ ডব্লিউ সি,পিএসসি,জি,বলেন,ম্যারাথন দৌড়ের মাধ্যমে পার্বত্যাঞ্চালে পাহাড়ি বাঙ্গালির মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টিতে বিশেষ ভুমিকা রাখবে।
পার্বত্য চট্রগ্রামে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সেনাবাহিনী অনবদ্য অবদান রয়েছে মন্তব্য করে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন,সেনাবাহিনী বরাবরই পাহাড়ের জনগোষ্ঠীর কল্যাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন,একটি কুচক্রী মহল বঙ্গবন্ধুর ৭ই মার্চের প্রকৃত ইতিহাস বিকৃতি করতে চেয়েছিল,বঙ্গবন্ধুর আদর্শ কে সকলের অন্তরে জাগ্রত করার আহবান জানান তিনি।
উৎসব মুখর পরিবেশে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ম্যারাথন দৌড়টি মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে হাতিয়া পাড়া মোড় পর্যন্ত হয়ে পুনর্বার মাঠে এসে শেষ হয়। এ দৌড়ে মোট ৫শত জন লোক অংশগ্রহণ করে।
দৌড়ে ২১.১৭ মিনিট ১ম স্থান অর্জন করেন, মোঃ হাবিবুর রহমান,২য় স্থান অর্জন করেন ২২.১৭ মিনিটে মোঃ ওসমান এবং ২২.২০ মিনিটে ৩য় স্থান অর্জন করেন মোঃ আকরাম হোসেন।
এসময় মাটিরাঙ্গা সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ খোরশেদুল আলম,মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,মাটিরাঙ্গা পৌর মেয়র মোঃ সামছুল হক,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরণজয় ত্রিপুরা,নাভানা গ্রুপের কর্পোরেট পিআর ডিভিশনের জেনারেল ম্যানাজার মোহাম্মদ আরফাদুর রহমান বান্টি,মাটিরাঙ্গা উপজেলা সাস্থ কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খাইরুল আলম,আবাসিক মেডিকেল অফিসার,ডাঃ মোহাম্মদ এমরান হোসেন,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ রাজুবুল আলম,জনপ্রততিনিধি,সাংবাদিক সহ অনেকে উপস্থিত ছিলেন।
একই সময়ে দশ জন বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথীরা। পরবর্তীতে শান্তুকরন কর্মসূচির অংশ হিসেবে প্রত্যান্তঅঞ্চলে ১শত ২০ জনের মাঝে বস্ত্র বিতরন করা হয়।