অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি শহরের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারের পাশে দাঁড়ালেন সেনাবাহিনী। রবিবার (০৭ মার্চ) সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন রাঙ্গামাটি সদর সেনা জোনের জোনাল ষ্টাফ অফিসার মেজর আব্দুর রাজ্জাক।
এসময় তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় রাঙ্গামাটি জেলার গরীব ও দুস্থ পরিবারে মাঝে সেনাবাহিনী নিজস্ব প্রাপ্ত রেশন বাঁচিয়ে আর্তমানবতার সেবায় দুস্থ জনগণের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। বাংলাদেশ সেনাবাহিনী দেশের যেকোন দূর্যোগপূর্ণ মূহুর্তে জনগণের পাশে ছিল। এর ধারাবাহিকতায় রাঙ্গামাটি শহরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। ভবিষ্যতেও সেনাবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন,রাঙ্গামাটি পৌরসভার কাউন্সিলর জামাল উদ্দিন সহ সেনা সদস্যরা।
উল্লেখ্য,শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে রাঙ্গামাটি শহরের কাঁঠালতলী এলাকার খাদ্য গোডাউনের পিছনে ১৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।