[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
থানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরুরাঙ্গামাটির রাজস্থলীতে দুস্থদের মাঝে ভিজিডি চাল বিতরণলক্ষ্মীছড়িতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনজাতীয়তাবাদী দল বিএনপি একটি গণমানুষের দল: আবু তালেবধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে শক্তিশালী করতে হবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটিতে অগ্নিকান্ডে ১৬ বসতবাড়ি পুড়ে ছাই

৪৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি শহরের ভয়াবহ অগ্নিকান্ডে ১৬টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (০৬ মার্চ) দুপুরে শহরের কাঁঠালতলী খাদ্য গোডাউনের পেছনে এই ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে।

এলাকাবাসী ও প্রত্যদর্শীরা জানান, সম্ভবত রান্না ঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুন লাগার সাথে সাথে আগুনের লেলিহান চার দিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।পরে ফায়ার সার্ভিস এসে প্রায় টানা ২ ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে ২০ থেকে ৩০ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হতে পারে।

এদিকে আগুন লাগার সাথে সাথে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ ছুফি উল্লাহ,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, বিভিন্ন পেশার লোকজন,সেনাবাহিনী,বিজিবি ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেছেন। সকলের সহযোগিতায় আশেপাশের দোকানপাট রক্ষা করা সম্ভব হয়েছে।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক রতন কুমার নাথ বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদেরকে সহযোগিতা করেছেন,পুলিশ,সেনাবাহিনী,বিজিবি ও স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ।

তিনি আরো জানান, প্রাথমিক ভাবে আগুনে ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারের তালিকা সংগ্রহ করা হয়েছে। এতে ক্ষয় ক্ষতির পরিমান আনুমানিক ২০লক্ষ টাকার মত হতে পারে। তবে আগুন কি ভাবে লেগেছে তা জানতে পারিনি।