নার্সিং কর্মকর্তাদের উপর অপ্রীতিকর ও অপমানজনক আচরণের প্রতিবাদে মানিকছড়িতে মানববন্ধন
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে কর্তব্যরত নার্সিং কর্মকর্তার উপর অপ্রীতিকর ও অপমানজনক আচরণের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখার মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সিং কর্মকর্তারা।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সিনিয়র নার্সিং সুপারভাইজার সমিতা হালদার, সিনিয়র নার্সিং কর্মকর্তা সাহিদা বেগম, সিনিয়র নার্সিং কর্মকর্তা কল্পনা দেবী চাকমাসহ মানিকছড়ি হাসপাতালে কর্মরত নার্সিং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মানববন্ধনে এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি করেন তারা।
উল্লেখ্য যে, গত ২৩ ফেব্রুয়ারি খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় রোগী ও আত্মীয়জনদের লোকজন তাদেরকে উপর অপ্রীতিকর ও অপমানজনক আচরণ করে। যার ফলে তারা অপমানিত হন। এর প্রতিবাদে আজ মানিকছড়িতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।