[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
আইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিতরাঙ্গামাটির বিলাইছড়িতে গড়েউঠা করাতকলে উজাড় হচ্ছে বনাঞ্চলের গাছরাঙ্গামাটিতে গুর্খা সম্প্রদায়ের ‘ভৈল-ঢেওসি’ উৎসবকাপ্তাইস্থ রাইখালীর দূর্গম ভালুকিয়া গ্রামে ফ্রি ব্লাড ক্যাম্পিংলংগদুতে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভাস্ত্রী’র পরকীয়ার জেরে মাটিরাঙ্গায় স্বামীর আত্মহত্যাহাইব্রিডের দাপটে হারিয়ে যাচ্ছে দেশীয় জাতের ধানঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন ও সিন্দুকছড়ি জোনগুইমারায় ওয়াদুদ ভুইয়ার পক্ষে গণসংযোগ ও বিএনপির ৩১ দফা প্রচারখাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে চিম্বুক পাহাড়ে ভাল্লুক আক্রমনে আহত ২

৮৮

॥ আকাশ মার্মা মংসিং,বান্দরবান ॥

বান্দরবান চিম্বুক এলাকায় ১৮ মাইল নামক গ্রামে ভাল্লুকের আক্রমনে ২ জন আহত হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) সকালে সদরের চিম্বুক ম্রো পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। আহতরা হলেন গ্রামে প্রধান কারবারি ইয়ং ওয়াই ম্রো (৫৬) ও তার নাতি মাংলিউ ম্রো (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ং ওয়াই ম্রো ও তার নাতি মাংলিউ ম্রো কে নিয়ে সকাল দিকে নিজ বাগানে কলা কাটতে যায়, হঠাৎ করে একটি ভাল্লুক সেই জংঙ্গল থেকে বের হয়ে আসে। পরে তাদের উপর ভাল্লুক তার আক্রমনে তান্ডব চালালে য়ংওয়াই ম্রো(৫৬) তার বাম পাশে চোখটিকে উপর তুলে নেওয়া চেষ্টা করে। পরে তার নাতিকে আক্রমন করলে চিৎকার করলে স্থানীয়রা শুনতে পেলে ঘটনাস্থলে দৌড়ে যায় এলাকাবাসী। স্থানীয়দের চিৎকারে ভাল্লুকটি ভয়ে দৌড়ে পালিয়ে যায় জঙ্গলে । এসময় এলাকাবাসী ঘটনাস্থলে পৌছলে আহতদের উদ্ধার করে দ্রুত বান্দরবান সদর ইমানুয়েল পুলিশ প্লাজা হাসপাতালে ভর্তি করানো হয়।

ইমানুয়েল হাসপাতালে কর্মরত চিকিৎসক জানান, আমরা চোখটিকে ড্রেসিং ও সেলাই করেছি, তবে চোখটি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।তবে আমরা সব কিছু চিকিৎসা করে চট্টগ্রামে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।