[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনীদীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যু
[/vc_column_text][/vc_column][/vc_row]

দেশে সাংবাদিক নির্যাতন হত্যা বিচার করতেই হবে

সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে রাঙ্গামাটি প্রেস ক্লাব এর মানববন্ধন

১১৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগের দু দুই গ্রুপের দলীয় সংঘর্ষে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির এবং ইনডিপেডেন্ট টেলিভিশনের শেরপুর প্রতিনিধি মেরাজ উদ্দিনের বাসভবনে হামলার প্রতিবাদে রাঙ্গামাটি প্রেস ক্লাব সদস্যবৃন্দ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। বুধবার (২৪ ফেব্রুয়ারী) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এ কর্মসুচী পালন করা হয়।

প্রেস ক্লাব এর সভাপতি সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি ও সাপ্তাহিক পাহাড়ের সময় এর সম্পাদক ও প্রকাশক মিলটন বড়ুয়া, সহ-সভাপতি ও বৈশাখী টিভি’র প্রতিনিধি মোঃ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ও বাংলা ভিশন এর প্রতিনিধি নন্দন দেব নাথ, আলোকিত রাঙ্গামাটি এর সম্পাদক জাবেদ মোঃ নুর, যুগ্ম সাধারণ সম্পাদক শান্তিময় চাকমা, সৈকত রঞ্জন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আলমগীর মানিক, সাংবাদিক এম. কামাল উদ্দিন, ৭১ টিভি জেলা প্রতিনিধি উচিং রাখাইন কায়েস, রাঙ্গামাটি প্রতিবন্ধী সংস্থার পরিচালক মোঃ নুরুল আবছার প্রমূখ বক্তব্য রাখেন।

প্রেস ক্লাব এর সভাপতি সুশীল প্রসাদ চাকমা বলেন, মাননবন্ধনে বক্তারা বলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জে ক্ষমতাসীন দলের দুটি গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় সাংবাদিক মুজাক্কিরকে যেভাবে হত্যা করা হলো তা নিন্দনীয়। মুজাক্কির সত্য প্রকাশ করতে গিয়ে তাদের হাতে নৃশংসভাবে হত্যার শিকার হলো। অন্যায়, দূর্নীতি ও অপকর্মের সত্য প্রকাশ করতে গিয়ে সাংবদিকদের কিছু হলে তা হবে দেশ ও জাতিকে অবনতির দিকে নিয়ে যাওয়া। সাংবাদিকরা সব সময় দেশ, জাতি ও সমাজের জন্য বলিষ্ঠ ভূমিকা রাখে। এ হত্যাকান্ডের প্রতিবাদ সহ জড়িতদের বিচার দাবি জানাচ্ছি।

পাহাড়ের সময় সম্পাদক মিলটন বড়ুয়া বলেন, আওয়ামীলীগের এই দুই নেতা মির্জা-মিজানের নেতৃত্বের দ্বন্ধে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুর হাটে অস্ত্রধারী পশুদের হাতে সাংবাদিক মুজাক্কির হত্যা একটি জঘন্য অপরাধ। তিনি বলেন, সাংবাদিক নিহতের ঘটনায় আমাদের বাবা- মা’রা নির্ঘূম রাত কাটায় অথচ মির্জা-মিজানরা কাঁথা কম্বল নিয়ে ঘুমায়। আওয়ামীলীগ সেখানে দলীয় কার্যক্রম বন্ধ ঘোষনা করেছে কিন্তু জড়িতদের এখনো গ্রেফতার করা হয়নি। তিনি অবিলম্বে সাংবাদিক মুজাক্কির হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচার দাবি করেন।

রাঙ্গামাটি প্রতিবন্ধী সংস্থার পরিচালক মোঃ নুরুল আবছার বলেন, দেশের ভাষা আন্দোলন এবং স্বাধীনতা অর্জনে সাংবাদিকদের ভুমিকা প্রশংসনীয়। রাজনৈতিক ভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে আজকে দেশে যেভাবে সাংবাদিক নির্যাতন, হত্যার ঘটনা ঘটছে তা নিন্দনীয়। যারাই সমাজ এবং রাষ্ট্রের জন্য নিবেদিত প্রাণ তাদের উপর এ ধরনের হামলা বা হত্যা ঘটনা মেনে নেয়া যায় না। মুজাক্কির হত্যার ঘটনায় জড়িতদের অবশ্যই বিচার করতে হবে।

নন্দন দেব নাথ বলেন, রাঙ্গামাটিতেও সংবাদিক আব্দুর রশিদ ও সাংবাদিক জামাল উদ্দিনকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছিল। ওই ঘটনায় মামলা হয়েছে কিন্তু হত্যাকান্ডের এতটা বছর পরেও বিচার হয়নি। এসময় সাংবাদিক বক্তারা বলেন, দেশে সাংবাদিক নির্যাতনের বিচারহীনতার অপসংস্কৃতির কারণে এমন ঘটনা বারবার ঘটছে। সাংবাদিক মুজাক্কির হত্যা ও মেরাজ উদ্দিনের বাসভবনে হামলায় জড়িতদের শাস্তি দাবি সহ সকল সাংবাদিকদের নিরাপত্তাও দাবি জানান।