[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাই বাংলা কলোনি মসজিদের মুয়াজ্জিনের ইন্তেকালআর পিছিয়ে থাকতে চাই না, দেশের মূলধারার সঙ্গে যুক্ত হতে চাই; পার্বত্য উপদেষ্টালামায় লোকালয়ে উদ্ধার লজ্জাবতী বানর, মাতামুহুরী রিজার্ভে অবমুক্তরাঙ্গামাটির রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কে ঝুঁকিপূর্ণ বাঁকগুলো যেন মরণফাঁদআলীকদমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ প্রদানরাঙ্গামাটির রাজস্থলীতে ওয়ারেন্ট ভুক্ত ১ আসামী গ্রেফতারজুলাই শহীদদের স্মরণে রাজস্থলীতে বিএনপির মৌন মিছিললংগদুতে নবাগত ইউএনও জাহাঙ্গীর হোসাইনকে সংবর্ধনাজুলাই আহত যোদ্ধাদের সংবর্ধনা দিলো কাপ্তাই জামায়াতে ইসলামীবাঘাইছড়ির সাজেকে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যেগে বিনামূল্যে চক্ষু শিবির

৮৮

॥ মনসুর আলী,লক্ষীছড়ি ॥

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যেগে বিনামূল্যে চক্ষূ শিবির আয়োজন করা হয়েছে। সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের পৃষ্ঠপোষকতায় লক্ষ্মীছড়ি জোনের সঞ্চালনায় বিনামূল্যে এ চক্ষু শিবির ও চিকিৎসা সেবার আয়োজন করে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্ধোধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন,এনডিসি,এএফডবি¬উসি, পিএসসি,জি।এতে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকগন সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করেন। এতে দুর্গম এলাকার পাহাড়ি-বাঙ্গালি অন্তত ২ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। সাধারণ রোগীদের ওষধ এবং চক্ষু রোগীদের চশমা প্রদান করা হয়।

রিজিয়ন কমান্ডার বলেন, এই প্রত্যন্ত এলাকা থেকে চট্টগ্রাম কিংবা ঢাকা গিয়ে অর্থ খরচ করে এখানকার দরিদ্র মানুষের পক্ষে উন্নত চিকিৎসা নেয়া অনেকটাই সম্ভব হয় না, তাই সেনাবাহিনীর পক্ষ থেকে এ আয়োজন। একেবারে বিনামূল্যে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় লক্ষ্মীছড়ি জোন মানবকল্যাণে জনসেবামূলক এ কাজটি বস্তবায়ন করে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতার কথা উলে¬খ করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। রিজিয়ন কমান্ডার এসময় চক্ষু শিবির ক্যাম্পিং এলাকা পরিদর্শন করে রোগীদের খোঁজ-খবর নেন।

এসময় লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মোঃ জাহাংগীর আলম, পিএসসি। এছাড়াও লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মোঃ জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, জটিল চক্ষু রোগীদের বাছাই করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে অস্ত্রোপাচারের জন্য প্রেরণ করা হবে এবং যাবতীয় খরচ লক্ষ্মীছড়ি জোনের পক্ষ হতে বহন করা হবে। জনসেবামূলক এ কর্মকান্ড অব্যাহত থাকবে বলেও জানান তিনি।