মানিকছড়িতে টিকা গ্রহণের লক্ষে আনসার-ভিডিপির সচেতনতা মূলক র্যালি ও আলোচনা
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
‘কাভিড-১৯ প্রতিরোধে আমি টিকা নিয়েছি, সুস্থ্য আছি’ আপনিও টিকা নিন, সুস্থ্য থাকুন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দোগে কোভিড-১৯ টিকা গ্রহণ ও উদ্ধুদ্ধকরণ সংক্রান্ত জনসচেতনতা মূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা আনসার ভিডিপি কার্যালয় থেকে র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সভা কক্ষে ভ্যাকসিন গ্রহণে উদ্ধুদ্ধকরণের লক্ষে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ জান্নাতুল নাঈম, আনসার ভিডিপি প্রশিক্ষক শেখ মুহাম্মদ শোয়েব, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মোঃ নাজিম উদ্দিনসহ সকল ইউনিয়ন আনসার ভিডিপি কমান্ডার ও সদস্যরা উপস্থিত ছিলেন।