পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে রাঙ্গামাটি প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ
॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা,এনডিসি সঙ্গে সৌজন্য সাক্ষাতে করেন রাঙ্গামাটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয়ে চেয়ারম্যানের নিজ কক্ষে এই সাক্ষাত করেন।
এসময় উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রেসক্লাবের নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়ে বলেন, অতীতের ন্যায় আগামীতেও প্রেসক্লাবকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, এ প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে। দেশের মূল ধারার সব গণমাধ্যমগুলো এ প্রেসক্লাবের সাথে যুক্ত হয়েছেন। রুবেল-আনোয়ারদের নিয়ে তথাগঠিত প্রেসক্লাবটি সাংবাদিকদের প্রতিনিধিত্ব করে না। এরা একটি বিল্ডিংয়ের প্রতিনিধিত্ব করে। এসময় তথাগঠিত সে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের অবস্থান নিয়েও উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে অবহিত করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সহ-সভাপতিও সাপ্তাহিক পাহাড়ের সময়ের প্রকাশক ও সম্পাদক মিলটন বড়ুয়া, চৌধুরী হারুনর রশীদ, সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ, সাংগঠনি সম্পাদক জিয়াউর হক জিয়া, যগ্ম সাধারন সম্পাদক শান্তি ময় চাকমা, সৈকত রঞ্জন চৌধুরী, অর্থ সম্পাদক এম কামাল উদ্দিনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।