লক্ষীছড়িতে আয়শা আলী এতিম ও হেফ্জ খানার ভিত্তি প্রস্তর স্থাপন
॥ লক্ষীছড়ি উপজেলা প্রতিনিধি ॥
লক্ষীছড়ি উপজেলার ডিপি পাড়া এলাকায় আয়শা আলী হেফজ খানা,এতিমখানা ও জানাজার মাঠের ভিওি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন, এম আলী ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আলী সহ এলাকার শিক্ষানুরাগি আলী মিয়া (মাতাব্বর) ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
ভিত্তি প্রস্তর স্থাপনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন বলেন, শিক্ষার উন্নয়নের জন্য এই ধরণের মহতি উদ্যোগ নেয়া অত্যন্ত আনন্দের বিষয়। শিক্ষার ছাড়া কোন এলাকার উন্নয়ন সম্ভব নয়। তাই শিক্ষার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
শেষে অনুষ্ঠানের পরে সকলের জন্য দোয়া ও মুনাজাত করা হয়েছে।