[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তাররাঙ্গামাটিতে মৃত হাতি শাবককে ৪৮ঘণ্টা ধরে পাহাড়ায় হাতির দলজাতীয় নিরাপদ সড়ক দিবসে দীঘিনালায় সচেতনতামূলক সভাবাল্যবিবাহ নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেকাপ্তাই আইডিইবি’র নতুন সভাপতি- ইমাম ও সাঃ সম্পাদক-আলীআইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

৫দিনে ৫শতাধিক রেজিস্ট্রেশন

দীঘিনালায় বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন দৌড় রেজিস্ট্রেশন চলছে

১২৯

॥ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর ডিজিটাল ম্যারাথন দৌড় অনলাইন রেজিস্ট্রেশন করতে আগ্রহ বাড়ছে। দীঘিনালা জোনের আয়োজনে মেসার্স কাশেম এন্ড ব্রাদার্স ও দীঘিনালা কাঠ সমবায় সমিতির সৌজন্যে, দীঘিনালা যুব রেড ক্রিসেন্ট ইউনিট ও রোভার স্কাউট সদস্যদের সার্বিক সহযোগিতায় গত ১৮ ফেব্রুয়ারি বোয়ালখালী সদর ইউনিয়ন পরিষদ অনলাইনে ডিজিটাল ম্যারাথন রেজিস্ট্রেশন শুরু করা হয়েছিল। গত ৫দিনে ৫শতাধিক ডিজিটাল ম্যারাথন রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে রেড ক্রিসেন্ট ইউনিট ও রোভার স্কাউট সদস্যরা।

সোমবার (২২ফেব্রুয়ারি) সকালে কবাখালী ইউনিয়ন পরিষদে সরেজমিনে গিয়ে দেখাযায়, স্মার্ট ফোন ব্যবহারকারীরা অনেক উৎস নিয়ে দীর্ঘ সময় দাড়িয়ে ডিজিটাল ম্যারাথ দৌড় প্রতিযোগীতার রেজিস্ট্রেশন করছে। ২৭ফেব্রুয়ারি বড় মেরুং ৩ আনসার ব্যাটালিয়ন সদস্যদের ডিজিটাল ম্যারাথন দৌড় রেজিস্ট্রেশন মাধ্যমে শেষ হবে।

ডিজিটাল ম্যারাথন দৌড় রেজিস্ট্রেশনের ডাটা এন্ট্রির দায়িত্ব থাকা দীঘিনালা যুব রেড ক্রিসেন্ট‘র যুব প্রধান সুজল চৌধুরী বলেন, আমার যুব রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউট ১২জন সদস্য এক যোগে কাজ করছি। ১০দিনে ১৪শত স্মার্ট ফোন ব্যবহারকারী ডিজিটাল ম্যারাথন দৌড় রেজিস্ট্রেশন করা হবে। তিনি আরো বলেন, প্রথম দিকে একটু কম ডিজিটাল ম্যারাথ দৌড় রেজিস্ট্রেশন করতে আসছিল তবে এখন ব্যপক প্রচার হওয়া স্মার্ট ফোন ব্যবহাকারীরা নিজেরা আগ্রহ নিয়ে ডিজিটাল ম্যারাথন দৌড় রেজিস্ট্রেশন করতে আসছে।
ডিজিটাল ম্যারাথন দৌড় রেজিস্ট্রেশন করে বর্ষা চাকমা ও নুপূর মুৎসদ্দী বলেন, হাঁটাহাটি দৌড় স্বাস্থ্য জন্য ভাল তাই রেজিস্ট্রেশন করেছি আর স্মার্ট ফোনে লোকেশনের মাধ্যমে কাউন্ট করা হবে ভাল হবে। দীঘিনালায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা পর ১লা মার্চ ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।