দীঘিনালায় জাপমাস আয়োজনে আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালন
॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির দীঘিনালা জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির দীঘিনালা শাখার আয়োজনে অমর ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তাজার্তিক মাতৃভাষা দিবস পালন আলোচনা সভা করা হয়েছে।
রবিবার(২১ফেব্রুয়ারি) সকালে দীঘিনালায় জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম উদ্দ্যেগে শহিদ মিনারের পুষ্পমাল্যা অর্পনের মাধ্যমে শহিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি শাখার সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল হক, প্রচার সম্পাদক মোঃ মাসুদ রানা ও মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ মনোয়ারা বেগম প্রমূখ।
আলোচনা সভা শুরুতে, শহিদের আত্নার মাকফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা বক্ত্যরা বলেন, ভাষা শহিদের জীবনের বিনিময়ে আমারা মাতৃভাষা পেয়েছি, আমরা সর্বত্র বাংলা ভাষায় কথা বলতে পারছি। ভাষা শহিদের আত্নত্যাগ বাঙ্গালি জাতি কোন দিন ভুলতে পারবে না আর ভুলার নয়। আলোচনা সভায় বক্তরা আরো বলেন, জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি কার্যক্রম মেনে সকলকে কাজ করতে হবে, যাতে করে এলাকা মানুষ যেখানে মানবাধিকার থেকে বঞ্চিত হবে সেখানে মানবাধিকার রক্ষায় কাজ করতে হবে।