আলীকদমে নয়াপাড়া ইউপি নির্বাচন উপলক্ষে যাচাই-বাছাই কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের আলীকদম উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী যাচাই-বাছাই আহব্বায়ক কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ফেব্রুয়ারি)সকালে নয়াপড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী যাচাই-বাছাই কমিটির আহব্বায়ক কমিটির সভাপতি নুরুল ইসলাম উপজেলা আঃলীগ সহ-দপ্তর সম্পাদক এর সভাপতিত্বে এবং দিপু তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক নয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সঞ্চালনায় মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কামরুল হাসান টিপু সহ-সভাপতি উপজেলা আওয়ামীলীগ।
ইউনিয়ন পরিষদ নিবার্চন যাচাই-বাছাই কমিটির মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিল রুদ্র সদস্য উপজেলা আঃলীগ, মোঃ ইছহাক সভাপতি নয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ।
আসন্ন ৩ নং নয়াপড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যাচাই-বাছাই কমিটির মতবিনিময় সভায় দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ৫ জন লড়ছেন, তারা হলেন বর্তমান চেয়ারম্যান ফোগ্য মার্মা সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, মোঃ কফিল উদ্দীন সাংগঠনিক সম্পাদক উপজেলা আলীকদম, রেইংকই ম্রো সদস্য উপজেলা আওয়ামীলীগ, জাহাঙ্গীর আলম বাদশা, সাবেক সভাপতি নয়াপড়া ইউনিয়ন আওয়ামীলীগ, দিপু তঞ্চঙ্গ্যাঁ,সাধারণ সম্পাদক নয়াপড়া ইউনিয়ন আওয়ামীলীগ।
এদিকে দলীয় মনোনয়ন পেতে ৩ নং নয়াপড়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ড হইতে ০৯ নং ওয়ার্ড পর্যন্ত ৪১ জন পুরুষ মেম্বার পদপ্রার্থী হিসেবে লড়ছেন বলে জানা যায়,অন্যদিকে নয়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ড হইতে ৯ নং ওয়ার্ডে ০৬ জন প্রার্থী সংরক্ষিত ৩ টি মহিলা মেম্বার আসনে লড়বেন বলে শোনা যাচ্ছে।
মতবিনিময় সভায় নয়াপড়া ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগীতা সংগঠনের নেতা কর্মীরা বলেন কর্মী বান্ধব চেয়ারম্যানকে দলীয় মনোনয়ন দেওয়া হোক এবং দল থেকে যাকে যোগ্য ব্যাক্তি হিসেবে চিহ্নিত করে মনোনয়ন দিবে আমরা সবাই তার পক্ষে নির্বাচন করবো।