আলীকদমে সিএনজি ও মাহিন্দ্রা পরিবহন এর শান্তি শৃঙ্খলা রক্ষার্থে জরুরি সভা অনুষ্ঠিত
॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের আলীকদম উপজেলার সমগ্র সিএনজি মাহিন্দ্রা পরিবহন মালিক ও শ্রমিক যৌথ সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে সংগঠনের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুের আলীকদম আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে সমগ্র আলীকদম উপজেলার সিএনজি মাহিন্দ্রা পরিবহন মালিক ও শ্রমিক যৌথ সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে অত্র সংগঠনের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে জরুরি সভার আয়োজন করা হয়েছে।
আলীকদম উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাতুল বড়ুয়ার সভাপতিত্বে ও আবু তাহের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিএনজি ও মাহিন্দ্রা পরিবহন এর সঞ্চালনায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে জরুরি সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ধুংড়ি মং মার্মা বান্দরবান জেলা পরিষদ সদস্য ও সাধারণ সম্পাদক আলীকদম উপজেলা আঃলীগ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কফিল উদ্দীন বিএসসি,ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ আলীকদম,নাছির উদ্দীন বিএ চেয়ারম্যান ১নং সদর ইউপি আলীকদম,ফেরদৌস রহমান চেয়ারম্যান ২ নং চৈক্ষ্যং ইউপি আলীকদম,শফিউল আলম সাবেক প্যানেল চেয়ারম্যান ২ নং চৈক্ষ্যং ইউপি, শামশুল আলম সাধারণ সম্পাদ উপজেলা শ্রমিক লীগ আলীকদম, আব্দুল মুবিন ইউপি সদস্য আলীকদম সহ জরুরি সভায় স্থানীয় গর্ণমান্য ব্যাক্তিবর্গ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ধুংড়ি মং মার্মা বলেন – আলীকদম উপজেলায় অনান্য উপজেলার মত শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে, আগামী মাসের প্রথম সাপ্তাহে সমবায় অফিসাসহ আলীকদম সিএনজি ও মাহিন্দ্রা পরিবহন মালিক শ্রমিক সমবায় সমিতি মিলে যৌথ ভাবে একটি আহবায়ক কমিটি গ্রহন করার জন্য আহবান করেন।