[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তাররাঙ্গামাটিতে মৃত হাতি শাবককে ৪৮ঘণ্টা ধরে পাহাড়ায় হাতির দলজাতীয় নিরাপদ সড়ক দিবসে দীঘিনালায় সচেতনতামূলক সভাবাল্যবিবাহ নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেকাপ্তাই আইডিইবি’র নতুন সভাপতি- ইমাম ও সাঃ সম্পাদক-আলীআইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

মাটিরাঙ্গায় কোন সংঘাত মেনে নেয়া হবেনা: জোন কমান্ডার

৬৮

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ মোহসীন হাসান বলেছেন, সেনাবাহিনী পরিস্থিতি পর্যবেক্ষন করছে। যদি কোন ব্যক্তি বা গোষ্ঠি নির্বাচনকে পুঁজি করে কোন সংঘাত সহিংসতার চেষ্ঠা করে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। এসময় নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীদের সংঘাত পরিহার করে সহাবস্থান নিশ্চিত করতে সকলকে নাগরিক দায়িত্ব পালনেরও আহবান জানান তিনি।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী ) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা জোন সদর সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ মোহসীন হাসান এসব কথা বলেন।
তিনি বলেন একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের পর সহাবস্থান ব্যাহত করে সংঘাত সৃষ্টি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ধরনের উস্কানীমুলক পোস্ট না দেয়ারও আহবান জানান। সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় নিহতের প্রসঙ্গ তুলে ধরে তিনি সকলকে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি রোধে যানবাহন আইন মেনে চলার আহবান জানান।

মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামছুল হক, মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক মোঃ শাহনুর আলম, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, ১নং ওয়ার্ড কাউন্সিলর এমরান হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম সোহাগ,৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মোস্তফা, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল খালেক,মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর মোঃ আরিফুর দৌলা জি, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ খায়রুল আলম ও মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা ছাড়াও হেডম্যান-কার্বারী, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।