॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥
মাটিরাঙ্গায় মাহিন্দ্র ও ট্রাক সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বুধবার (১৭ফেব্রুয়ারী) সকালে মাটিরাঙ্গা নতুন পাড়ার দূর্গাবাড়ি আনসার ক্যাম্পের সামন এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা মাহিন্দ্র গাড়ি একটি টমটমকে অতিক্রম করার সময় মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি গামী ট্রাক এর সামনে পড়ে যায় তখন ট্রাককে সাইড দিতে গিয়ে মাহিন্দ্র গাড়িটি উল্টা সাইডে রাস্তার প্রোটেকশান পিলারে ধাক্কা দেয়। গাড়িতে থাকা কমপিত লাল ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। নিহত কমপিত লাল ত্রিপুরা (৬৫) তিনি মহালছড়ির মৃত দেবেন্দ্র লাল ত্রিপুরার ছেলে বলে জানা গেছে।
মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মাদ আলী সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিহতের ঘটনা অবগত হয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়। গাড়ির চালক ও হেলপার পলাতক রয়েছেন,ঘটনাস্থল থেকে গাড়ি পুলিশ হেফাজতে রাখা রয়েছে, এ ঘটনায় পরবর্তীআইনানুগ ব্যাবস্থা গ্রহণের প্রস্তুুতি চলছে।