কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার
রাঙ্গামাটিতে ভোট গ্রহন চলছে সুন্দর, সার্বিক পরিস্থিতিও শান্ত রয়েছে
॥ নিজস্ব প্রতিবেদক ॥
চতুর্থ ধাপে পৌরসভা নির্বাচনে রাঙ্গামাটিতে ভোট গ্রহন চলছে সুন্দর। বেশকিছু এলাকার কেন্দ্রে ভোটারদের উপস্থিতিও চোখে পড়ার মতো। আবার কোথাও কোথাও দেখা গেছে ভোটারের উপস্থিতি কম। তবে দায়িত্বরত নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন বুথে ভোটার সংখ্যা অনুযায়ী যথেষ্ট ভোট পড়েছে, ভোট দিয়ে কেন্দ্র ত্যাগ করছেন ভোটার। কোন কোন কেন্দ্রে দেখা গেছে মানুষে জটলা। তবে সকল কেন্দ্রেই নির্বাচনী পরিবেশ ছিল শান্ত।
এদিকে সকালে বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ ও পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের। দেখা যায় পর্যায়ক্রমে কেন্দ্র পরিদর্শনে দুপুরে তবলছড়িস্থ বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি উচ্চ বিদ্যালয় এর কেন্দ্রও পরিদর্শন করেন পদস্থ এ দুই কর্মকর্তা। এ সময় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
কেন্দ্রে কেন্দ্রে দেখা গেছে, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর যথেষ্ট উপস্থিতিও। প্রথমবারের মতো ইভিএম এ ভোট প্রদান করে অনেক ভোটার আনন্দিত বলে জানান। তবে কোথাও কোথাও ভোট প্রদানে সমস্যা দেখা দিলে উপস্থিত কর্মকর্তারা বার বার করে বুঝিয়ে দিচ্ছেন নিয়ম। লক্ষ্য করা গেছে ইভিএম এ ভোট প্রদানে তেমন সমস্যা বা কালক্ষেপণ হয় না। খুব দ্রুতই ভোট প্রদান করে বুথ ত্যাগ করছেন ভোটারগণ।
অপর দিকে কেন্দ্র পরিদর্শনে গেলে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেছেন, কেন্দ্রে লক্ষ্য করা গেছে ভোটারগণ সুন্দর পরিবেশেই ভোট প্রদান করছেন। ইভিএম এ ভোট দিতে অধিকাংশকেই আনন্দিত মনে হলো। দুপুর পর্যন্ত শান্ত পরিস্থিতিতেই ভোটারগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। সার্বিক পরিস্থিতিও শান্ত রয়েছে। পরে পুলিশ সুপার সাংবাদিকদের বলেছেন, প্রত্যেক কেন্দ্রেই আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করছেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা হয়নি। প্রত্যেক কেন্দ্রে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সুন্দর দায়িত্ব পালন করছেন এবং যথেষ্ট সজাগও রয়েছেন।