[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তাররাঙ্গামাটিতে মৃত হাতি শাবককে ৪৮ঘণ্টা ধরে পাহাড়ায় হাতির দলজাতীয় নিরাপদ সড়ক দিবসে দীঘিনালায় সচেতনতামূলক সভাবাল্যবিবাহ নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেকাপ্তাই আইডিইবি’র নতুন সভাপতি- ইমাম ও সাঃ সম্পাদক-আলীআইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাত পোহালেই রাঙ্গামাটি পৌর নির্বাচন

৫৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

টানা উৎসবমুখর প্রচার-প্রচারণা শেষে রাত পোহালেই অনুষ্ঠিত হবে রাঙ্গামাটি পৌরসভা নির্বাচন। এতে একজন নগর পিতা, ৯জন কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের ৩ জন নারী কাউন্সিলর নির্বাচিত হবেন। রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে। রাঙ্গামাটিতে এবারেই প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট নেওয়া হবে। নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় ও মৌসুমি ভোটাদের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পাশাপাশি শঙ্কাও। বেশ কয়েকটি ওয়ার্ডে প্রতিদ্ব›দ্ধী মেয়র ও কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষের শঙ্কাও রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৬৫ বর্গ কিলোমিটার আয়তনে রাঙ্গামাটি পৌরসভায় মোট ৯টি ওয়ার্ড। এতে ৫ জন মেয়র প্রার্থী, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪১ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য (নারী) পদে ১৯ জন সহ মোট ৬৫ প্রার্থী ভোটযুদ্ধে প্রতিদ্ব›দ্ধী করবেন। পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ৬২ হাজার ৯শত ১৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩৪ হাজার ২শত ৪২ জন এবং মহিলা ভোটার ২৮ হাজার ৬শত ৭১ জন। ভোট গ্রহণের জন্য ৩১টি কেন্দ্রের ২০১টি বুথ প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে ১৫ জন ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে প্রতিটি কেন্দ্রে ৭ জন পুলিশ এবংও ৯ জন আনসার সদস্য সার্বক্ষনিকভাবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পুলিশের ১১টি মোবাইল টিম এবং ১১টি স্ট্রাইকিং ফোর্স দায়িত্বে থাকবেন এবং পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি টহলে থাকবেন থাকবেন বলেও জানা গেছে।

অপরদিকে রাঙ্গামাটি জেলা ম্যাজিস্ট্রেট একেএম মামুনুর রশিদ এর এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে,নির্বাচন সুন্দর ও সুষ্ঠু করতে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে জনসাধারণের মোটর বাইক চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ভোটের পরের দিন অর্থ্যাৎ ১৫ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে আবারো মোটর বাইক চলাচল শুরু করবে। কিন্তু ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৪ ফেব্রুয়ারি অর্থ্যাৎ ভোটের দিন মধ্যরাত পর্যন্ত সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু নির্বাচন কমিশনের অনুমতি দেওয়া যানবাহনগুলো চলাচল করতে পারবে।