রাত পোহালেই ভোট কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী উপকরণ
॥ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
রাত পোহালেই মাটিরাঙ্গা পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদের ভোট। মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিস ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। শনিবার ১৩ ফেব্রুয়ারী দুপুর থেকে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠায় নির্বাচন কমিশন। রোববার ১৪ ফেব্রুয়ারী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসের সূত্রে মতে, মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মোঃ সামছুল হক,স্বতন্ত্র প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম ও বিএনপির মোঃ শাহাজালাল কাজলসহ ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও ৩টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৫জন। ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে ৩নং সংরক্ষিত কাউন্সিলর পদে জয়নাব বিবি বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে ১৮ হাজার ৯৬৫ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮০৬ জন এবং নারী ভোটার ৯ হাজার ১৫৯ জন। এছাড়াও ৯টি ভোট কেন্দ্রে ৫৫টি বুথে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রাজু আহাম্মেদ জানান,
নির্বাচন কে কেন্দ্র করে আমরা ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আজ প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট বাক্স,স্যানিটাইজার ও নির্বাচনি উপকরণ বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা মালামাল নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রে অবস্থান করবেন। এছাড়া স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে সকালে ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছে দেয়া হবে।