খেলতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু
॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বান্দরবানের লামা উপজেলায় বাড়ির উঠানে খেলতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ৯ বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বৈল্ল্যারচর নামক স্থানে শনিবার বিকাল ৩টায় এই ঘটনা ঘটে।
নিহত স্বর্ণা মনি (৯) লামা সদর ইউনিয়নের বৈল্ল্যারচর গ্রামের গোনার আগা পাড়ার আবুল কাসেম এর মেয়ে ও হ্লাচ্ছাই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী।
মেয়ের নানা নুরুল আলম (৬২) ও পার্শ্ববর্তী বাড়ির জয়তুন বিবি (৫২) জানান, বিকাল ৩টায় পার্শ্ববর্তী বাড়ির শিশু মোঃ ইব্রাহিম (৭) স্বর্ণা মনির সাথে খেলতে তাদের বাড়িতে যায়। সে এসে দেখে স্বর্ণা মণি বাড়ির উঠানে কাপড় শুকাতে দেয়া বাশেঁর (আড়ঁ) সাথে ওড়না গলায় পেঁচিয়ে ঝুলে আছে ও নাক দিয়ে রক্ত ঝরছে।
এসময় নিহত শিশুর মা পারভীন আক্তার গরু চড়াতে পাহাড়ে যাওয়ায়, ঘরে ছিলনা। গলায় ফাঁস লেগে ঝুলতে দেখে চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন ও মেয়ের মা পারভীন আক্তার এগিয়ে আসে। তারা গলার ওড়না কেটে শিশুটিকে ফাঁস থেকে নামায়। অনেকক্ষণ ঝুঁলে থাকায় ঘটনাস্থলে শিশুর মৃত্যু হয়।
ঘটনাস্থলে সঙ্গীয় সদস্যদের নিয়ে উপস্থিত হয় লামা থানা পুলিশের এসআই আবু হানিফ। তিনি বলেন, লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। শিশুটির মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা সদর ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, গলায় ফাঁস লেগে শিশু মৃত্যুর ঘটনার পরপরই মেয়ের পরিবারের লোকজন বিষয়টি আমাকে জানায়। বিষয়টি লামা থানাকে জানানো হয়েছে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।
নিহত শিশুর মা পারভীন আক্তার কান্না করে আরো জানান, ১ বছর আগে তার ২ বছরের আরেক ছেলে খালেদ বিন ওয়ালিদ পানিতে ডুবে মারা গেছে।