থানছিতে ট্রাক উল্টে চালক নিহত- ১
॥ আকাশ মার্মা মংসিং,বান্দরবান ॥
বান্দরবানের থানচিতে নির্মাণাধীন লিক্রে সড়কে আবারও ট্রাক উল্টে চালকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ফেব্রুয়ারী)সকালে বান্দরবান থানচি উপজেলার সদর ইউনিয়নের লিক্রে মিয়ানমার সীমান্ত সড়কের উনত্রিশ এলাকা নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার ট্রাক খাদে পড়ে দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম শরীফ উদ্দিন (৩২)। বান্দরবান সদরের হাফেজঘোনার বাসিন্দার গনি ড্রাইভারের পুত্র বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় যায়, ডাম্পারটি পণ্যবহন করে আসছিল, এই সময় চালক নিয়ন্ত্রন হারালে খাদে পরে যায়। এসময় ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে থানচি হাসপাতালে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সড়ক দুর্ঘটনায় নিহত চালকের লাশ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গেল ২১ জানুয়ারি বৃহস্পতিবার সম্প্রতি একই সড়কে মালবোঝাই ট্রাক উল্টে আরও ৫ শ্রমিকের মৃত্যু হয়েছিল।