লামায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর মৃত্যু
॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
পারিবারিক কলহের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে ইয়াছমিন আক্তার (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা লাইল্যারমার পাড়ায় শুক্রবার এ ঘটনা ঘটে। ইয়াছমিন আক্তার লাইল্যারমার পাড়ার বাসিন্দা নুরুল হাকিমের স্ত্রী ও আবদুল মালেকের মেয়ে।
সূত্র জানায়, পারিবারিক কলহ ও স্বামীর সাথে মতের অমিল হওয়ায় বৃহস্পতিবার দিবাগত রাতে ইয়াছমিন আক্তার ও স্বামী আবদুল হাকিমের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার পর ইয়াছমিন আক্তার অভিমান করে ঘর থেকে বের হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সকাল সাড়ে ৯টায় বাড়ী থেকে প্রায় ৩০০ গজ দূরে একটি গাছের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ইয়াছমিনকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্বজনরা।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, গৃহবধূ ইয়াছমিন আক্তারের আত্নহত্যার ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।