১২ ফেব্রুয়ারি ইভিএমে মক ভোট
প্রার্থীর বিরুদ্ধে সুস্পষ্ট আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ থাকলে জানাতে পারেন : রাঙ্গামাটি জেলা প্রশাসক
॥ মোঃ আরিফুর রহমান ॥
রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেছেন, রাঙ্গামাটি পৌর নির্বাচনে প্রচারণায় কোন প্রার্থীর বিরুদ্ধে সুস্পষ্ট আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ থাকলে জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের জানাতে পারেন এবং তাঁরাই মোবাইল কোর্ট পরিচালনা করছেন। এছাড়াও জেলার রিটানিং কর্মকর্তার কাছে এ অভিযোগ করতে পারেন।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমীর সম্মেলন কক্ষে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আইন-শৃঙ্খলা ও আচরণ বিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, প্রশাসন এবং পুলিশসহ যত আইন শৃঙ্খলা বাহিনী আছে, সবাই নির্বাচন কমিশনের অধিনে একটি সুন্দর, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহনমূলক নির্বাচন উপহার দেওয়ার জন্য অঙ্গিকারবদ্ধ। আমরা কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাবো। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আচরণ বিধি প্রতিপালনের বিষয়ে কোন প্রার্থী থেকেই অফিসিয়ালি নির্বাচন কমিশন এখনো কোন অভিযোগ পায়নি।
তিনি আরো বলেন, এইবারের রাঙ্গামাটি পৌরসভা নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে। নির্বাচনের আগে আগামী ১২ ফেব্রুয়ারি ইভিএমে মক ভোট অনুষ্ঠিত হবে। এই ভোটে আপনারা আপনাদের ভোটারদেরকে যত বেশী আনতে পারবেন, ততবেশী আগে তারা এবিষয়ে অভিজ্ঞ হবে। তিনি প্রচার করার সময় ভোটরদেরকে ইভিএমে জাল ভোট দেওয়ার সিস্টেম নেই ,তা বলার জন্য প্রার্থীদেরকে অনুরোধ জানান।
সভায় রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন বলেন, কোন প্রার্থী নিজেদের শক্তি বা প্রাধান্য বুঝাতে আচরণ বিধি লঙ্ঘন করবেন না। পৌর নির্বাচনে জেলা নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসনকে সাথে নিয়ে সম্পূর্ণভাবে উৎসবমূখর পরিবেশে সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা করণীয় তা আমরা করবো। আপনারা আমাদের উপর বিশ্বাস রাখবেন। নির্বাচন সুষ্ঠু করতে সরকারের যথেষ্ট আন্তরিকতা রয়েছে। আমরা সেই আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটাবো। এই বিষয়ে দ্বিধা দ্বন্দ থাকার কোন অবকাশ নেই।
সভায় সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে বিজিবি’র প্রতিনিধি এবং মেয়র-কাউন্সিলর প্রার্থীরা বক্তব্য রাখেন।