মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরন
॥ মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে শীতার্ত ও দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে দিকে মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুল মাঠে মাটিরাঙ্গা সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহসীন হাসান প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে মাটিরাঙ্গা এলাকায় অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন। এসময় মাটিরাঙ্গা সেনা জোনের জোনাল ষ্টাফ অফিসার মেজর মোহাম্মদ আরিফ উদ দৌলা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবছার হোসেন, স্কুল পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক জি এম ছারোয়ার,সহ এলাকার স্থানীয় জনপ্রতিনিধি সহ অনেকে উপস্থিত ছিলেন।