গুইমারায় বাল্য বিবাহের আয়োজন করায় কনের বাবার জরিমানা
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
বিয়ের সকল আয়োজন সম্পন্ন। বরযাত্রীর অপেক্ষায় কনে পক্ষের পরিবার ও পরিবারের আআত্মীয় স্বজন। বরপক্ষ আসলেই শুভ কাজ অনুষ্ঠিত হবে। কিন্তু ঠিক তখনই কনের বয়স কম এমন গোপন সংবাদ পেয়ে হাজির গুইমারা উপজেলার কালাপানি গ্রামের জালাল উদ্দীন’র বাড়িতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ।
পরে কনের স্কুল সার্টিফিকেট ও জন্মনিবন্ধন দেখে বয়স যাচাই বাছাই করে বয়স কম তার সত্যতা মিলে। ফলে বিয়ের আয়োজন করায় কনের পিতা জালাল উদ্দীনকে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ।
স্থানীয় সূত্রে জানা যায় বুধবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে জালাল উদ্দীনের মেয়ে জয়নব বিবির সাথে একই উপজেলার সিন্দুকছড়ি গ্রামের বাবুল’র ছেলে আবু বকর’র সাথে পারিবারিক ভাবে বিবাহের আয়োজন করে পরিবার।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ জানান, হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জয়নব বিবির ১৫ বছর বয়সেই বিবাহ আয়োজন করায় ২০১৭ সালের বাল্য বিবাহ নিরোধ আইনের ৮ ধারায় অভিভাবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় গুইমারা থানার তদন্ত কর্মকর্তা শফিকুর রহমান, আওয়ামীলীগ নেতা আইয়ুব আলী মেম্বার, জালিয়াপাড়া সমাজ পরিচালনা কমিটির সভাপতি আবদুল কাদের, হাফছড়ি ইউপি সদস্য আরমান হোসেন উপস্থিত ছিলেন।