বান্দরবানে আগুন পোহাতে গিয়ে ট্রাক চাপায় নিহত ১
॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সড়কের পাশে আগুন পোহাতে গিয়ে ট্রাক চাপায় নিথোয়াই উ মার্মা (৫০) নামে একজন নিহত হয়েছেন। শনিবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার তারাছা ইউনিয়নের হিমাগিরী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, শনিবার সকালে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের হিমাগিরী পাড়ার সড়কের পাশে আগুন পোহাচ্ছিলেন নিথোয়াই উ মার্মা। আকস্মিক সড়ক দিয়ে একটি ট্রাক দ্রুত এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নিথোয়াই উ মার্মা রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের হিমাগিরী পাড়ার মৃত মংচ প্রু মার্মার ছেলে বলে জানা গেছে।
এবিষয়ে বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ কুমার শর্মা জানান, কে বা কারা গাড়ি চাপা দিয়ে পালিয়ে গেছে তা এখনো জানা যায়নি। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।