রাঙ্গামাটি পৌর নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী প্রজেশ চাকমা প্রচারণা
॥ পলাশ চাকমা ॥
রাঙ্গামাটি পৌরসভার নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী প্রজেশ চাকমা প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারণা শুরু করেছেন। গতকাল প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারণা শুরু করে বিলাইছড়ি পাড়া প্রচারণা চালান।
এসময় জেলা জাতীয় পার্টির সভাপতি, হারুন রশিদ মাতব্বর, সাংগঠনিক সম্পাদক সুশান্ত দেওয়ান (বাবুরাম), জেলা জাতীয় যুব সংহতি’র সভাপতি চন্দন বড়ুয়া, তথ্য প্রচার সম্পাদক ছন্দ সেন চাকমা, জেলা সেচ্ছাসেবক পার্টির সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিটু দেওয়ান, এনজিও বিষয়ক সম্পাদক দিপক চাকমা সহ জেলা ও পৌর কমিতির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২৮জানুয়ারি) সকাল থেকে প্রজেশ চাকমা বিলাইছড়ি পাড়া ও মিতিংগাছড়ি, কলেজ গেইট এলাকায় প্রচারণা চালিয়েছেন। এসময় তিনি রাঙ্গামাটি পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে উন্নীত করার ঘোষণা করেন। এসময় তিনি জানান, পৌর মেয়র নির্বাচিত হলে সকল সম্প্রদায়ের সাথে সমান সুযোগ সুবিধাসহ পরিছন্ন ও আধুনিক পর্যটন নগরী গড়ার প্রতিশ্রুতি দেন।