[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
শিক্ষার উন্নয়নে সকলকে অগ্রণী ভুমিকা রাখার আহবান: রাঙ্গামাটি জেলা প্রশাসকলংগদুতে সেনা জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়খাগড়াছড়ির মানিকছড়িতে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধাররাজস্থলীতে জাতীয় মৌসুমি ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভামাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবাগত শিক্ষকদের বরণবান্দরবানের লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ, গ্রেফতার ২রামগড়ে পানিতে ডুবে পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যুলোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম মন্দির পরিচালনায় গঠিত কমিটি ১১মাসের মাথায় বিলুপ্তরাঙ্গামাটিতে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেল ৮ জনরাঙ্গামাটিতে কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটি পৌর নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

৬৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বুধবার (২৭জানুয়ারী) সকালে রাঙ্গামাটি নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহেদুল ইসলাম প্রার্থীদের মাঝে চূড়ান্ত প্রতীক বরাদ্দ দেন।

এবারে রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে লড়ছেন মেয়র পদে ৫ জন ও কাউন্সিলর পদে ৬০ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ কাউন্সিলর ৪১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৯ জন রয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মেয়র পদে বৈধ প্রার্থী রয়েছে ৫ জন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরী নৌকা প্রতীক নিয়ে, বিএনপির প্রার্থী মামুনুর রশীদ মামুন ধানের শীষ প্রতীক নিয়ে, জাতীয় পার্টির প্রার্থী প্রজেশ চাকমা লাঙ্গল প্রার্থী নাঙ্গল প্রতীক নিয়ে, বিপ্লবী ওয়ার্কাস পার্টির প্রার্থী আব্দুল মান্নান রানা কোদাল প্রতীক নিয়ে এবং স¦তন্ত্র প্রার্থী অমর কুমার দাশ মোবাইল প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করছেন ।

জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহেদুল ইসলাম জানান, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিলো ২৬ জানুয়ারী। এর মধ্যে মেয়র পদে কেউ মনোনয়ন প্রত্যাহার না করলেও কাউন্সিলর পদে ২জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বুধবার মেয়র পদে যার যার দলীয় প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে এবং পুরুষ ও মহিলা কাউন্সিলর পদেও প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ২৮ জানুয়ারী থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু করবেন এবং আগামী ১৪ ফেব্রুয়ারী রাঙ্গামাটি পৌরসভায় ইভিএমে’র মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

রাঙ্গামাটি পৌরসভার মোট ভোটার ৬২ হাজার ৮শত ৮৪জন। এর মধ্যে পুরুষ ৩৪ হাজার ২৫২ জন এবং নারী ভোটার ২৮ হাজার ৬৩২জন।