[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
আলীকদমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণখাগড়াছড়ির রামগড়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিতরাঙ্গামাটির লংগদুতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটকবান্দরবানের থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে ট্রলি উল্টে নিহত হেলপারসীমান্তে অনুপ্রবেশ করতে দেয়া হবেনা খাগড়াছড়ির দীঘিনালায় ৭বিজিবি’র সভাখাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা আস্থার সেতুবন্ধনচিকিৎসক-জনবল সংকটে ব্যাহত খাগড়াছড়ির মানিকছড়ি হাসপাতালের স্বাস্থ্যসেবাবান্দরবানের রোয়াংছড়িতে খিয়াং নারীকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার প্রতিবাদখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি’র অভিযানে সাড়ে ১৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ
[/vc_column_text][/vc_column][/vc_row]

অবশেষে ১৪ দিনের মাথায় রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল শুরু

৮১

॥নিজস্ব প্রতিবেদক ॥

অবশেষে ১৪ দিনের মাথায় সোমবার (২৫জানুয়ারি) সকাল থেকে আবারো রাঙ্গামাটি- খাগড়াছড়ি সড়কে যান চলাচল শুরু হয়েছে। গত ১২ জানুয়ারি রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়ি এলাকায় ৬৪ মিটারের একটি বেইলি ব্রীজ ভেঙ্গে পড়ায় এ সড়কে দীর্ঘ ১৩ দিন যান চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েছেন পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা। পরে সড়ক ও জনপদ বিভাগ এবং ২০ ইসিবি ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রকশন ব্রিগেড এর যৌথ প্রচেষ্টায় অবশেষে ১৪ দিনের মাথায় একটি বিকল্প ব্রীজ নির্মাণ করা হয়েছে।

তবে সড়ক বিভাগ থেকে বলা হয়-বিকল্প সড়ক নিমার্ণ করা হলেও সড়কটি দিয়ে শুধু হালকাযান চলাচল করতে পারবে।

সড়ক ও জনপথ বিভাগ রাঙ্গামাটি জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ শাহে আরেফীন বলেন, কুতুকছড়ি সড়কটি সচল করতে সড়ক ও জনপথ বিভাগ এবং সেনাবাহিনীর ২০ ইসিবি গত ১৫ জানুয়ারী থেকে যান চলাচলের জন্য একটি বিকল্প ব্রীজের নির্মাণের কাজ শুরু করে। তবে স্থায়ী ভাবে ব্রীজ নির্মাণ করতে ওই এলাকায় বেইলী ব্রিজের বদৌলতে পিসি (আরসিসি) ৮১ মিটার লম্বা গার্ডার ব্রীজ নির্মাণ করা হবে। এইজন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে প্রকৌশলী যোগ করেন।

তিনি বলেন, কুতুকছড়ি সড়কটিসহ তিন পাবর্ত্য জেলার ৯৭ টি বেইলী সেতু এবং চট্টগ্রাম-কক্সবাজারের ২০টি বেইলি সেতুর স্থলে আরসিসি গার্ডার ব্রীজ নির্মানে এক হাজার ৩০৮ কোটি টাকার একটি প্রকল্প তৈরি করা হয়েছে। প্রকল্পটি একনেকে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। যদি পাস হয় তাহলে কাজ শুরু করা হবে।

তিনি আরও বলেন, বর্তমানে নির্মিত বিকল্প সড়কটি দিয়ে বাসসহ হালকাযান চলতে পারবে। তবে পাঁচ টনের অধিক কোন পরিবহন চলতে পারবে না।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারী সকালে রাঙ্গামাটি সদরের কুতুকছড়ি এলাকায় অতিরিক্ত একটি পাথর বোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ ভেঙ্গে গেলে সেইদিন ট্রাক চালকসহ তিনজন মারা যান।