মুজিব শতবর্ষ উপলক্ষে মানিকছড়ির ৫৫ গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
‘মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে বাস্তাবায়ন করতে সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য স্বপ্নের নীড় (ঘর) তৈরি করা হয়েছে। সকল জেলা ও উপজেলায় নির্মিত এসব ঘরের চাবি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় সারাদেশে গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্স’র মাধ্যমে এক যোগে চাবী ও সনদ হস্তান্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই অংশ হিসেবে আজ শনিবার (২৩ জানুয়ারী) সকালে খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে প্রথম ধাপে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন ৫৫ পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে ঘরের চাবি ও মালিকানা সনদ হস্তান্তর করেন মানিকছড়ি উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডলী চৌধুরাণী, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা,খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, অফিসার ইনচার্জ আমির হোসেন, সহকারী প্রোগ্রামার (আইসিটি) মো. শাকিল আহম্মদ, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন প্রমূখ।
এছাড়াও উপকারভোগী পরিবার, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।