দীঘিনালায় মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে নিহত-১
॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের রশিক নগর সড়কে ২টি মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারী) সকালে উপজেলার রশিক নগর এলাকা হতে বোয়ালখালীগামী মাহিন্দ্রের সাথে অপর দিক থেকে আসা মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১ জন নিহত হয়। এ সময় আহতদের চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুভাস চন্দ্র নাথ রশিক নগর এলাকার মৃত হিরেন্দ্র চন্দ্র নাথের ছেলে। তিনি মাহিন্দ্র চড়ে বোয়ালখালী হাট-বাজারে যাচ্ছিলেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব বলেন, ঘটনাস্থলে আমরা পুলিশ প্রেরণ করে লাশ উদ্ধার করেছি।