থানছিতে জীপ খাদে পড়ে নিহত ৩
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবানে থানছি উপজেলায় জীপ গাড়ি পাহাড়ে খাদে পড়ে তিন জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে মিয়ানমার সীমান্তবর্তী লিক্রি সড়কের চার কিলোমিটার এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহতরা হলেন সাতকানিয়ার বাজালিয়া এলাকায় আশু(৪৮),রুমা বাকলাই এলাকার পাইয়েল বম,(২৭) অপর একজনের পরিচয় পাওয়া যায়নি এবং এ ঘটনা আরো পাঁচ জন যাত্রী আহত হয়েছে। আহতরা হলেন, রুমা বাকলাই এলাকার সুমথন বম(৫০) কক্সবাজারের চকরিয়া উপজেলার নাছির হোসেন, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এলাকাল সাইফুল ইসলাম (৩০ নোয়াখালী কবিরহাট এলাকার মাইনুদ্দিন (২৮) এবং গাড়ি চালক সাদ্দাম হোসেন (৪০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বি-১৭ নামক এলাকা থেকে জীপটি থানছি থেকে মালামাল বহন করে নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে ফেললে জীপ গাড়িটি উল্টে পাহাড়ে খাদে পড়ে যায়।এতে ঘটনাস্থলে তিন জন নিহত এবং পাঁচ জন আহত হন। বর্তমানে আহতরা থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে থানছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ উপস্তিতিতে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।