মানিকছড়ির তিনটহরীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
শীত মৌসুমের শেষ সময়ে পাহাড়ে ঝেকে বসেছে হাড় কাপানো শীত। কনকনে শীতে নির্ঘুম রাত্রিযাপন করছে অসংখ্য মানুষ। এসব অসহায় শীতার্ত মানুষের কথা চিন্তা করে ৪নং তিনটহরী ইউনিয়ন পরিষদ’র বাস্তাবায়নে গরীব ও দুঃস্থদের মাঝে বিনা মূল্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে মানিকছড়ি উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
বুধবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ৪নং তিনটহরী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সদস্য মোঃ বাহার মিয়াসহ সংশ্লিষ্ট ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।