নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ আটক ১
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ মোঃ রাসেল (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২০জানুয়ারি) সকালে উপজেলার ঘুমধুম ইউনিয়নে টিভি টাওয়ার সংলগ্ন আলুর মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, বুধবার সকালে উপজেলার ঘুমধুম ইউনিয়নে টিভি টাওয়ার সংলগ্ন আলুর মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করে। এসময় তার দেহে তল্লাশি চালিয়ে এক হাজার পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটককৃত যুবক কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
এ বিষয়ে ঘুমধুম পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) দেলোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মোঃ রাসেলকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে ।