জমিয়তে আশেকানে মাইজভাণ্ডারী বাংলাদেশ’ এর রাঙ্গামাটি জেলা শাখা কর্তৃক কম্বল বিতরণ
॥ নিজস্ব প্রতিবেদক ॥
গরীব ও দুঃস্থদের মাঝে বিনা মূল্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে ‘জমিয়তে আশেকানে মাইজভাণ্ডারী, বাংলাদেশ’ এর রাঙ্গামাটি জেলা শাখা। বুধবার (২০ জানুয়ারি) সকালে তবলছড়িস্থ স্বর্ণটিলা ও আসামবস্তী এলাকায় দরিদ্রদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
গাউছুল আযম হযরত মওলানা শাহসূফী সৈয়দ আহমদ উল্লাহ কেবলা (কঃ) এর আসন্ন মহান ১০ ই মাঘ উরস শরীফ উপলক্ষে গাউছুল আযম হযরত বাবা ভাণ্ডারী (কঃ) এর পৌত্র, গাউছে জমান হযরত মওলানা শাহসূফী সৈয়দ বদরুদ্দোজা মাইজভাণ্ডারী (কঃ) এঁর ছোট পুত্র, সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারী (মঃ) এরঁ পৃষ্ঠপোষকতায় ‘জমিয়তে আশেকানে মাইজভাণ্ডারী, বাংলাদেশ’ এর রাঙ্গামাটি জেলা শাখা কর্তৃক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় যুব ফোরাম এর সিনিয়ির সদস্য মোঃ নাজিম উদ্দীন, সদস্য মোঃ আনাসার আলী ও মোঃ সাদ্দাম উপস্থিত ছিলেন।