রাঙ্গামাটি পৌরসভা নির্বাচন-২০২১
মেয়র পদে ৫ এবং সাধারণ ও সংরক্ষিত ৬৩ জনের মনোনয়নপত্র জমা
॥ নিজস্ব প্রতিবেদক ॥
চতুর্থ ধাপের আসন্ন রাঙ্গামাটি পৌরসভার নির্বাচনের জন্য মেয়র পদে ৫ জন প্রার্থী,নারী (সংরক্ষিত) আসনে ২০ জন এবং সাধারণ আসনে ৪৩ জন সহ মোট ৬৮ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রবিবার (১৭ জানুয়ারি) শেষ দিনে রাঙ্গামাটি জেলা নির্বাচন অফিসে বিকাল ৫টার মধ্যে এসব মনোনয়ন পত্র জমা দেয়া হয়।
নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী, মেয়র পদে ৫জন প্রার্থী। তারা হলেন, আওয়ামীলীগ দলের মনোনীত প্রার্থী মোঃ আকবর হোসেন চৌধুরী, বিএনপি’র মনোনীত প্রার্থী এডভোকেট মোঃ মামুনুর রশিদ মামুন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী প্রজেশ চাকমা, বিপ্লবী ওয়াকার্স পার্টির মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মান্নান রানা এবং স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে। সাধারণ কাউন্সিলর পদে রাঙ্গামাটি পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে মোট ৪৩ জন প্রার্থী এবং সংরক্ষিত (নারী) ২০ জন প্রার্থী।
রাঙ্গামাটি জেলা নির্বাচন কমিশনের সিনিয়র কর্মকর্তা মোঃ শফিকুর রহমান জানান, রাঙ্গামাটি পৌরসভায় প্রথমবার মতো ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হবে। ইভিএম সম্পর্কে ভোটারদের ধারণা দেয়ার জন্য নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করেছেন। ভোটারেরা যাতে সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারে তার জন্য নির্বাচনের আগে প্রতিটি ওয়ার্ডের কেন্দ্রে মক (ড্যামি) ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি রাঙ্গামাটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে । প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ (১৭ জানুয়ারি)। ১৯ জানুয়ারি যাচাইবাছাই এবং ২৬ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।
১৯৬৭ সালে টাউন কমিটি দিয়ে গঠিত রাঙ্গামাটি পৌরসভার যাত্রা ১৯৭২ সালের ৮ মে। এ পৌরসভার আয়তন ৬৪ দশমিক ৭২ বর্গকিলোমিটার। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত রাঙ্গামাটি পৌরসভার বর্তমান জনসংখ্যা ৮৬ হাজার ২৭৮ জন। তাদের মধ্যে পুরুষ ৪৪ হাজার ২৫৪ জন এবং নারী ৪২ হাজার ২৪ জন। প্রথম শ্রেণির এ পৌরসভার মোট ৫৭ হাজার ৭৮৪ ভোটারের মধ্যে পুরুষ ৩২ হাজার ১০৮ জন এবং নারী ২৫ হাজার ৬৮৬ জন।