[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় ট্রাক্টর চাপায় স্কুল ছাত্র নিহত

৮৬

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ট্রাক্টর চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার(১৪ই জানুয়ারী) সকালে উপজেলার পুলিন হেডম্যান কার্বারী পাড়ায় এঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রের নাম সুজন চাকমা (৭)। সে বানছড়া আনন্দময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।

স্থানীয়ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ইট বোঝাই ট্রাক্টরটি বাবুছড়া যাওয়ার সময় ট্রাক্টরের চাপায় ঘটনাস্থালে নিহত হয় সুজন চাকমা। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ট্রাক্টরের চালক মোঃ হানিফ (২৮)কে আটক করে পুলিশে কাছে সোপর্দ করা হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক্টর চাপায় বানছড়া আনন্দময় স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী সুজন চাকমা(৭) নিহত হয়। ড্রাইবার পুলিশ হেফাজতে আছেন। ভিকটিমের অভিযোগের ভিত্তিতে মামলা নথি ভুক্ত করা হবে।

এসময় দীঘিনালা সেনা জোন ও দীঘিনালা থানার পক্ষ হতে নিহত শিক্ষার্থীর লাশ দাহ করার জন্য নগদ ১৩ হাজার টাকা সহযোগিতা প্রদান করা হয়।