[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা আস্থার সেতুবন্ধনচিকিৎসক-জনবল সংকটে ব্যাহত খাগড়াছড়ির মানিকছড়ি হাসপাতালের স্বাস্থ্যসেবাবান্দরবানের রোয়াংছড়িতে খিয়াং নারীকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার প্রতিবাদখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি’র অভিযানে সাড়ে ১৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দউন্নয়নের পূর্বশর্ত শান্তি, রাঙ্গামাটির রাজস্থলীতে মতবিনিময় সভায় জেলা প্রশাসকবান্দরবানে জন্মনিবন্ধন-নাগরিকত্ব সনদ, রোহিঙ্গা নয় প্রত্যয়নপত্র তৈরীর দোকান সিলগালাখাগড়াছড়ির রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম সড়ক দুর্ঘটনায় নিহতবান্দরবানে খেয়াং নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশবান্দরবানে নারী ধর্ষণ-হত্যার ঘটনা প্রশাসন ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে বলে দাবিবান্দরবানে থানচিতে খেয়াং নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে চার সংগঠনের নিন্দা
[/vc_column_text][/vc_column][/vc_row]

৮ দফা বাস্তবায়নে রাঙ্গামাটিতে মানববন্ধন

শিক্ষা প্রতিষ্ঠানে বেতন ফি মওকুফের দাবি ছাত্র ইউনিয়নের

৩৭

করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে বেতন ফি মওকুফসহ শিক্ষার্থীদের ৮ দফা দাবি নিয়ে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, রাঙামাটি জেলা সংসদ। বুধবার সকাল ১১টায় জেলা শহরের নিউ মার্কেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য প্রান্ত রনি’র সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা ছাত্র ইউনিয়নের সহকারী সাধারণ সম্পাদক সুমন বড়ুয়া, সদস্য সুমন চাকমা ও ছাত্র ইউনিয়ন নেত্রী রিকা চাকমা প্রমুখ। কর্মসূচির সঞ্চালনা করেন জেলা ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ নিউটন চাকমা। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে একই দাবিতে কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান ছাত্র ইউনিয়ন নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনার এই সংকটকালীন সময়েও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেতন ফি’র এর পাশাপাশি নামে-বেনামে ফি আদায় করছে। অন্যদিকে শিক্ষার্থীরা যখন টিউশন ফি মওকুফের জন্য আন্দোলন করছে; তখন তাদের অন্যায়ভাবে বিশ^বিদ্যালয় প্রশাসনগুলো মামলা-হামলাসহ বহিষ্কার করছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, একই তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানাই। এসময় অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার দাবি জানানো হয়েছে কর্মসূচি থেকে।

৮ দফা দাবিসমূহ হলো- করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে বেতন ফি মওকুফ করা। নামে-বেনামে ফি আদায়কারী শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা। বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণা করা। সকল বিশ^বিদ্যালয়ে সেশনজট রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহন করা। পাঠ্য পুস্তকে সাম্প্রদায়িকরণ বন্ধকরণ। সকল বিশ^বিদ্যালয়ে বাণিজ্যিক কোর্স বন্ধ করা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা। অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের বিনামূল্যে করোনা ভ্যাকসিন দিতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি