[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্য নিরাপদতা শীর্ষক সেমিনার

১৭৬

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

“জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” এ প্রতিপাদ্য নিয়ে রাঙ্গামাটির বরকল উপজেলায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মুজিববর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদের জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে “খাদ্য নিরাপদতা শীর্ষক-২০২১ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি)সকালে উপজেলা প্রশাসনের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা।এসময় খাদ্য নিরাপত্তা ও নিরাপদতা বিষয়ে জনসচেতনতামূলক প্রেজেন্টেশন পরিচালনা করেন রাঙ্গামাটি জেলার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর কর্মকর্তা শুভ্র দাশ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা বলেন,নিরাপদ খাদ্যের সাথে মানুষের জীবন-মান জড়িত রয়েছে।ভোগবাদী দৃষ্টি পরিবর্তন করতে পারলে খাদ্য হোক বা অন্যান্য বিষয় হোক কোন ক্ষেত্রে ভেজাল থাকবে না।ভেজালমুক্ত খাদ্য পেতে হলে মূল জায়গাগুলো চিহ্নিত করতে হবে। নিরাপদ খাদ্য বা ভেজালমুক্ত খাদ্য পেতে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে এবং সুদ্ধি অভিযান চালাতে হবে।তার পাশাপাশি জনগণকে সচেতন করতে হবে।

তিনি আরো বলেন, উপজেলা তথা ইউনিয়ন পর্যায়ে কৃষকদের নিয়ে প্রদর্শনী মেলা আয়োজন করে তাদের কীটনাশক কিভাবে ব্যবহার করতে হয় সে বিষয় সম্পর্কে কৃষকদের সচেতন করতে হবে বলে এমন মতামত উপস্থাপন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা।

উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক বলেন,খাদ্য নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়।শিশু থেকে শুরু করে বয়স্ক সকল বয়সের মানুষের ক্ষেত্রে খাদ্য নিরাপত্তা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, সুস্থ জীবন নিশ্চিত করতে হলে নিরাপদ খাদ্যর বিকল্প নেই।তাই খাদ্য নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে নিয়মবহির্ভূত রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে কৃষকদের সচেতন করতে কৃষি বিভাগকে দেখভাল করার নির্দেশ দেন।একইসাথে,জনপ্রতিনিধিদের বাজার মনিটরিং করার নির্দেশ দেন।

এসময় বরকল প্রেসক্লাবের সভাপতি বিহারী চাকমা,বরকল মডেল থানার অফিসার ইনচার্জ প্রতিনিধি মোঃ নবীন হোসেন,বরকল পরিষদের চেয়ারম্যান কমলেন্দু বিকাশ,আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা,বড় হরিণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা,ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতিনিধি মোঃ ছবুর তালুকদার,উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সুস্মিতা খীসা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা,উপজেলা প্রাণী সম্পদ বিভাগের প্রতিনিধি লোকশোভা চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান পাটোয়ারী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।