ভ্যাকসিন দেওয়ার বিষয়ে ভারত যথেষ্ট আন্তরিক
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সরকার কাজ করে যাচ্ছে: পরাষ্ট্রমন্ত্রী
॥ নিজস্ব প্রতিবেদক ॥
পরাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এমপি বলেছেন, রোহিঙ্গাদের শান্তিপূর্ণভাবে দেশে ফেরত পাঠাতে সরকার কাজ করে যাচ্ছে। রোহিঙ্গারা ফেরত যাবে কারণ তারা ফেরত না গেলে যদি তাদের মধ্যে সন্ত্রাসবাদ বিস্তার লাভ করে তাহলে আমাদের জন্যও সমস্যা মায়নমারের জন্যও সমস্যা প্রতিবেশী রাষ্টগুলোর জন্যও সমস্যা। এটি ভারত খুব ভালো করে বুঝে জাপানও বুঝে তাই তারা বলেছেন এই ব্যাপারে তারা বিশেষ উদ্যোগ নিবে।
সোমবার (১১ জানু) সকালে রাঙ্গামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা নির্যাতন শুধু আমাদের সমস্যা না এটি গ্লোবাল সমস্যা তাই অতিদ্রুত এটি সমাধানের জন্য অন্যান্য রাষ্টগুলোকেও এগিয়ে আসতে হবে। ভাসানচরে ১ লাখ রোহিঙ্গাদের নিরাপদে থাকার জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। সেখানে তাদের থাকার জন্য সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। সেখানে তারা নিরাপদে বসবাস করতে পারবে। তারা মিয়নমারে যেভাবে বিভিন্ন চাষাবাদ করতো সরকার ভাসনচরেও সেই ভাবে চাষাবাদ করার ব্যবস্থা নিচ্ছেন। কিন্তু এই স্থানান্তর নিয়ে একটি মহল ষড়যন্ত্রে চালাচ্ছে এই বলে যে ভাসানচর পানি আসলে ভেসে যাবে। তাই সাংবদিকদের বস্তু নিষ্ট সাংবাদের মাধ্যমে সরকারের উদ্যোগ গুলোকে তুলে ধরার জন্য আহবান জানান তিনি।
করোনা ভ্যাকসিন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনা ভাইরাসের ভ্যাকসিন পেতে আমরা ভারতের উপর বিশ্বাস রাখতে পারি। অতিদ্রুত ভ্যাকসিন পেতে বাংলাদেশ সরকারের পররাষ্ট মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। বাংলাদেশসহ প্রতিবেশী রাষ্ট্র গুলোতে ভ্যাকসিন দেওয়ার বিষয়ে ভারত যথেষ্ট আন্তরিক। অতিদ্রুত বাংলাদেশ ভ্যাকসিন পাবে বলে তিনি আশাব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের প্রায় এক দশমাংশ এলাকা জুড়ে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম। এ অঞ্চলের বসবাসরত বিভিন্ন জাতিসত্তার মানুষের জীব-বৈচিত্র, প্রকৃতি, ইতিহাস, জীবন-যাপন ও ঐতিহ্য আরো বৃদ্ধি পেয়েছে। এ অঞ্চলের অনিন্দ্য সুন্দর প্রকৃতি বিশে^র কাছে তুলে ধরতে পারলে পর্যটক বাড়বে।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নব বিক্রম কিশোর ত্রিপুরা,এনডিসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ও ৩০৫ পদাতিক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইফতেকুর রহমান, পিএসসি,রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, পুলিশ সুপার মোঃ মীর মোদ্দাছ্ছের হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান নূরুল আলম নিজামী।