রাজস্থলীতে অস্ত্রসহ এক যুবক আটক
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ও ৫ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। বাঙ্গালহালিয়া সেনা ক্যাম্প সুত্রে জানা যায় রবিবার (১০ জানুয়ারী ) রাত আনুমানিক ১১.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উসিংমং মারমা ( ২৪)কে ১ টি চাইনিজ পিস্তল ৫ রাউন্ড গুলি ২ রাউন্ড কার্তুজ ১টি কার্তুজ বন্দুক নগদ টাকা, মোবাইল সেট ও ব্যবহারের কাপরসহ আটক করা হয়। তার বাড়ী রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের গাইন্দ্যা পাড়ায় বলে জানা গেছে।
উল্লেখ্য সংঘবদ্ধ অস্ত্রধারী সন্ত্রাসী গাইন্দ্যা এলাকায় চাঁদা আদায় করার সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আরো ৫/৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী পালিয়ে গেছে বলে সেনা সুত্রে জানা যায়। পরে আটক কৃত আসামীকে রাজস্থলী থানায় সোর্পদ করা হবে বলে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহামদ খান জানান।