রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি ইউনিটের নতুন কমিটির শপথ গ্রহণ
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে নবগঠিত রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটির ইউনিটের (২০২১-২০২৩) সালের কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহর করা হয়েছে। রবিবার (১০ জানুয়ারি) বিকালে নবগঠিত রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি ইউনিটের (২০২১-২০২৩) কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে রাঙ্গামাটির জেলার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, প্রত্যন্ত অঞ্চলে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা, সংগঠনের আইন, নীতি মেনে তরুণ প্রবীণ মিলে সম্মিলিতভাবে রেড ক্রিসেন্টের ভাবমূর্তিকে সমুন্নত রাখার জন্য কার্যনির্বাহী কমিটির সদস্যদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান এবং পদাধিকার বলে রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি ইউনিটের সভাপতি অংসুইপ্রু চৌধুরী অনুরোধ জানান।
উল্লেখ্য, নবগঠিত রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি ইউনিটের (২০২১-২০২৩) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দরা হলেন, সভাপতি- অংসুইপ্রু চৌধুরী, সহ সভাপতি- মোঃ রফিক আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক- মাহফুজুর রহমান মাহফুজ, সদস্য- সুলতান মাহমুদ বাপ্পা, সদস্য- শাওয়াল উদ্দিন, সদস্য-আশীষ দাশগুপ্ত, সদস্য-দানবীর চাকমা, সদস্য-ঝর্ণা খীসা, সদস্য-এন এম জাহাঙ্গীর আলম, সদস্য-মোঃ মনিরুল ইসলাম এবং সদস্য-ক্যাসিং মার্মা। শপথ গ্রহণ অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।