[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যাগে কম্বল বিতরন

৩৮

॥ রাজস্থলী উপেজলা প্রতিনিধি ॥

ডেয়ারিং টাইগার্স কাপ্তাই জোনের উদ্যাগে রাজস্থলী উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নে ২৩ ইষ্ট বেঙ্গল রাজস্থলী সাব জোনের সার্বিক সহযোহিতায় কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্ণেল গাজী মিজানুল হক, পিএস সি এর নির্দেশনায় প্রায় দেড় শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

রবিবার (১০জানুয়ারি) সকালে পাহাড়ী বাঙ্গালী শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র তুলে দিয়েছেন কাপ্তাই জোনের জোন উপ-অধিনায়ক মেজর ইয়াসির আদনান, বিতরন অনুষ্টানে উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন সৌমিক ইসলাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মুখলেছুর রহমান সহ সেনাবাহিনীর সদস্যবৃন্দ। শীতবস্ত্র বিতরন অনুষ্টানে জোন উপ-অধিনায়ক বলেন, সেনাবাহিনীর কাজ শুধু নিরাপত্তা দেয়া নয়, সামাজিকতার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী কম্বল বিতরন সহ নানা জনকল্যাণ মুখী কাজগুলো ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

সেনাবাহিনী শিক্ষা স্বাস্থ্য ও আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছে। পাহাড়ে শীতার্ত গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তশালী মানুষের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান।

তিনি আরো বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ কারো বন্ধু নয়,সকলই জাতির কাছে শত্রু। তাদের প্রতিহত করতে হবে। পার্বত্য অজ্ঞলে শান্তি ফিরিয়ে আনতে হলে সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে এলাকার শান্তি ফিরিয়ে আনতে হবে।