[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাটের মোড়ক ব্যবহার না করায় জরিমানারাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষা উপবৃত্তি রেজিস্ট্রেশনের সময় বাড়ালঅপহৃত শিক্ষার্থীদের মুক্তি ও ধর্ষকের শাস্তি দাবিতে বান্দরবানে প্রতিবাদ সমাবেশবান্দরবানের লামায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরুপারভেজ হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় ছাত্রদলের মানববন্ধনখাগড়াছড়ির দীঘিনালায় ৭বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানবান্দরবানের লামায় বাগান দখলের অভিযোগে সাতকানিয়ার শওকত হাজতেখাগড়াছড়ির রামগড়ে রংতুলি’র ঈদ, নববর্ষ ও বৈসাবি’র পুনর্মিলনী অনুষ্ঠানখাগড়াছড়ির রামগড়ে দেশীয় অস্ত্র এলজি ও কার্তুজ উদ্ধারখাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমের
[/vc_column_text][/vc_column][/vc_row]

যা মনে হইতেছে মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে

৩১

ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে-দরবারে, টেবিলে-টেবিলে কারেন্ট হাজির হইয়াছি। এই শীতে কোভিট-১৯ তো কষিয়া চালাইতেছে। কারেন্ট শীতে নাকি ব্যাটা কোভিট পোক্ত হইবে। এই বজ্জাতের হাড্ডি অস্থিমজ্জাও চুষিয়া যাইতেছে। পৃথিবীর লাখ লাখ জেঠা-জেঠিগোর জীবন সাঙ্গ করিয়া বন্ধন ছিন্ন করিয়াছে। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা ক্রমান্বয়ে লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে কঠোর দমন নাই, নিপীড়ন, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি অভিযোগ আর অভিযোগ। আমিও শাররীক মানসিক অর্থনৈতিক বেকায়দায়, শক্ত করিয়া কলমও ধরিতে পারিতেছিনা। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। ভাইপো-রে বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কার মতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….

ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর পাবলিকের ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তয় তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের বয়ান লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ালার দেয়া ব্ল্যাক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। এত সেবা করিতে হইলে জেঠার অবস্থাটা কে দেখিবে। রাইতে জেঠিরে দুই চাইর কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি হইয়া পড়ে। পাহাড় পর্বতের খেটে খাওয়া মানুষ অ-মানুষগোর সুখ দুঃখের খবর হ¹ল জেঠাগোর নিকট উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। নতুন করিয়া বিশে^র ভাইরাস করোনাতো কারো কথাই হুনিতে চাহে না। খালি ধরে আর মারে। মরিলে নাকি ছুইতেও পারে না। মানুষের দেহে থাকা ভাইরাসগুলোর মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং আপাতত বাদ। যত নষ্টের মূল হইলো করোনা-১৯। বেকার এই ছোট্ট জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, খালি বায়না ধরে জঙ্গল দেখিবো, পাহাড় নদী নালা দেখিবো। আমি জেঠা যে কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি…

মন জেঠা কহিলো নারী ও মেয়ে শিশুদের ক্ষমতায়ন বিষয়ক এক সমঝোতা স্মারকে স্বাক্ষর করিয়াছেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারমন আর জেলা পুলিশ সুপার। শান্তি ও উন্নয়নে এই সমঝোতা প্রশংসনীয় ভুমিকা রাখিতে পারিবে বলিয়া দুই প্রতিষ্ঠান আশাবাদী। কথা হইলো রাজনীতি, সমাজ ও সেবা প্রতিষ্ঠান হইতে বিদ্বেষ আর বিরোধপূর্ন মানসিকতা ত্যাগ করিতেও কাজ করনের দরকার, চিন্তায় আছি…

কবির জেঠা কহিলো, রাঙ্গামাটি শহরের বহুত বড় চিটার ২২ মামলা আসামী শেষমেষ চট্টগ্রামে পুলিশের হাতে ধরা পড়িয়াছে। চেক প্রতারনা মামলায় আদালতের আদেশ অমান্য করিয়া পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোনা জারি হইলে পুলিশ তারে হন্যে হইয়া খুঁজিতেছে। তয় গেল সমবার চট্টগ্রামের তিন থানার পুলিশের অভিযানে বড় চিটার আবু ওয়াহিদ রুবেল ধরা পড়িয়াছে। কথা হইলো এই জিলাপী প্যাঁচের শয়তানের উচিৎ শাস্তি হওনের দরকার, চিন্তায় আছি…

আমাগো ইসমাইল জেঠা কহিলো খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় তলে তলে মাদক ইয়াবার ব্যবসা ও সংখ্যা বাড়িয়াছে। এলাকার উসৃঙ্খল যুবকদের হাতে এইসব মাদক চলিয়া যাইতেছে। চুরি ডাকাতির আর অসামাজিক কাইজ কাম বাড়িয়া যাইতেছে। পুরিম মাদক আর আসামী দরিতে তৎপরাতা চারাইরে গেল মঙ্গলবার রাইতে ১০ পিস ইয়াবাসহ রাজীব পাল (২২) ধরা পড়িয়াছে। কথা হইলো সমাজ ধ্বংসকারী এই মাদক দুর করিতে জড়িত এইসব ইয়াবার পাল দের পিটের ছাল তুলিয়া লওনের দরকার, চিন্তায় আছি…

রিপ্রু জেঠা কহিলো, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার নামারপাড়া এলাকার কিশোরী রূপালী মারমা নিখোঁজের আষ্ট দিন গত হইলো তার কোন খোঁজ পাওয়া যায় নাই। পুলিশ তল্লাসী চালাইতেছে। কথা হইলো পাহাড়ে যেই আকাম কু-কাম চলিতেছে বহু বাপ-মায়ের দুঃশ্চিতা মাথা হইতে সরিতেছে না, চিন্তায় আছি…

কবির জেঠা কহিলো, অপরাধ কর্মকান্ডে জড়িত ও দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারমন ও যুবলীগের সভাপতিরে বহিস্কার করিয়াছে রাঙ্গামাটি জেলা যুবলীগ। গাচ চুরির ঘটনায় বন বিভাগের মামলায় ধরা খাইলে এই বহিস্কারাদেশ দিয়াছে জেলা যুবলীগ। কথা হইলো লীগে আরো বহুত চোরের সংখ্যা বাড়িয়াছে। অতিলোভের কারনে এই নেতার আম-ছালা দুইটাই গিয়াছে। কথা হইলো চোর-ডাকাই দমনে নেতাগোর কাইজ কামে নিজেগোরে ফেয়ার থাকিতে হইবে, চিন্তায় আছি…

সৈয়দ জেঠা কহিলো, দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামাদাম ক্রয় ক্ষমতার বাহিরে চলিয়া যাইতেছে। দেশের আপামর জেটা-জেঠিরা এই দাম লইয়া চোখে শষ্যের ফুল দেখিতেছে। এমনিতইে পিঁয়াজেই বহুত দিন ধরিয়া ছেঁচিয়া যাইতেছে, তার মইধ্যে চাইলের দাম বাড়িয়া ভাত ফুটাইতে পারিতেছে না। এই সবের লাগাম টানিয়া ধরিতে ব্যর্থ বাণিজ্য মন্ত্রীর পদত্যাগ চাহিয়াছে। গেল বৃহস্পতিবার কাপ্তাই উপজেলা বিএনপির নেতা-নেতৃরা তাইনের পদত্যাগ দাবি করিয়াছে। বাণিজ্যমন্ত্রী শক্ত হইতে না পারিলে আমামীলীগের ভক্তের সংখ্যা পিছ টান ধরিবে, চিন্তায় আছি…

মাইল জেঠা কহিলো, অসহায় দরিদ্রদের ভিজিডিরি কার্ড বানাইয়া দিবে বলিয়া মোটা অংকের টাকা হাতাইয়া নিয়াছে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার এ গ্রাম সর্দার। প্ররোবন দেখাইয়া এই সর্দার জেঠা দরিদ্র জেঠা-জেঠিরে চুষিয়া খাইতেছে। এসিব ঘটনা লইয়া হেইখানের দরিদ্ররা ফুসিয়া উঠিতেছে। শাহিদা জেঠি কহিলো যদি অর্থ-কার্ড না পায় তয় সর্দার জেঠার চামও খসিয়া তুলিবে, চিন্তায় আছি…

হোসেন জেঠা কহিলো, খাগড়াছড়ি জেলারর দীঘিনালা উপজেলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামীরে পুলিশ কুমিল্লা হইতে আটক করিয়াছে। হেইখানের মাটিরাঙ্গা উপজেলায় তল্লাসী চালাইয়া র‌্যা-৭ এর কর্মকর্তারা অস্ত্রসহ খজেন্দ্র জেঠারে আটক করিয়াছে। গেল বুধবার গোপন সংবাদ পাইয়া পৌর এলাকায় অভিযান চালায় র‌্যাব-৭। তল্লাসীর এক পর্যায়ে তার পরনের প্যান্ট হইতে অস্ত্র গুলি উদ্ধার করিয়াছে। কথা হইলো অবৈধ অস্ত্র উদ্ধারে চিরুনী অভিযান চালনের দরকার, চিন্তায় আছি…

ইউসুফ জেঠা কহিলো, ট্রাক ড্রাইবারে পরকিয়ায় জড়াইয়া ও ফান্দে পড়িয়া প্রাণ দিতে হইলো হাটহাজারির বাসন্দিা রেহানা পারভিনকে। গেল বৃহস্পতিবার রেহানার মরদেহ রাঙ্গামাটির কাউখালী হইতে অর্ধগলিত লাষ উদ্ধারের পর হত্যাকারী আবুল খায়ের (৪৯) ধরা খাইয়াছে কাউখালী থানা পুলিশের হাতে। পুরিশ জেঠারা কহিরো রেহানা পোরা মাইয়ার জইন্য ঔষুধ কিনিতে বাজারে বাহির হইলে পরে নিখোঁজ হয়। ঘটনার এক সপ্তাহ পর রেহানার লাশ পাওয়া যায় রাঙ্গামাটির কাউখালী উপজেলায়। তয় পুলিশের দ্রুত তৎপরতায় মানুষের মাঝে সুনাম হইতেছে। সকল অপরাধে এই রকম হস্তক্ষেপই হওয়া উচিৎ, চিন্তায় আছি…

আমাগো মাত্তাল লেদু জেঠা কহিলো পৌরসভার ইলেকশন লইয়া বহুতের ফিরিকশন চুইংগামের মতন লম্বা হইতেছে। নেতারাও ফাইট করিতেছে চেয়ার দখলের জইন্য। লেদু কহিলো গেল পাঁচ বছরের মইধ্যে বহু অলিগলিতে গর্তও রহিয়াছে, খালি জনগনরে ল্যাং মারনের তালে। ক্ষেমতারে ললিপপ ভাবিয়া থাকিলে পৌর নয় হ¹ল ইলেকশনেই চেয়ার পাওন মুশকিল হইয়া পড়িবে। আছমকা নগরের জেঠা-জেঠিরে বুকে টানিয়া নির্বাচনী বৈতরনী পার হওনের সময় শেষ হইতেছে। লেদু কহিলো দলের হোক আর স্বতন্ত্র হোক সৎ ব্যক্তিরেই ভোট দিতে হইবে। যা মনে হইতেছে মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে। লেদু নাকি ভোটও দিবে আবার বাক্সও পাহাড়া দিবে, ভোট চুরি করিলে নাকি খবর আছে, চিন্তায় আছি…

ভাইপো-রে পার্বত্য এলাকায় আর কতো রকম-বেরকমের কান্ডকারখানা দেখিতে হুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁন্দাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….

ইতি-
পা.স.চি.জে.মি.ব.
১০ জানুয়ারী, ২০২১ খ্রিঃ