বঙ্গবন্ধু’র জন্ম না হলে এই দেশের জন্ম হতো না: পার্বত্য মন্ত্রী
॥ আকাশ মার্মা মংসিং, বান্দরবান ॥
“পিতা তোমারই নির্দেশিত পথে এগিয়ে চলেছি আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে” প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলেক্ষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ জানুয়ারি) বিকালে দলীয় কার্যালয় হতে বান্দরবান শহর প্রদক্ষিন করে শোভযাত্রা বের হয়ে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে শেষ হলে জাতির পিতার ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানানো হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব¡ করেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন পার্বত্য চট্টগ্রামে মন্ত্রণালয়ে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি দিলীপ কুমার বড়ুয়া, আঞ্চলিক পরিষদেশ সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান জেলা আওয়ামী লীগে যুগ্ন-সাধারন সম্পাদক লক্ষ্মীপদ দাশ, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ক্যাসাপ্রু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, পৌর আওয়ামীলীগে সভাপতি অমল কান্তি দাশ, পৌর আওয়ামীলীগে সাধারন সম্পাদক শামসুল হক সহ জেলা সংগঠনের নেতা কর্মী।
পার্বত্য মন্ত্রী বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জিত হলেও স্বাধীনতা পূর্ণতা পায় ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির জনকের দেশে ফিরে আসার মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই দেশের জন্ম হত না। দীর্ঘ বছর পর সেই বাংলাদেশ সামনে উন্নয়ন দিকে দুরন্ত গতিতে ছুটে যাচ্ছে, বাংলাদেশ ডিজিটাল দেশে রুপ নিয়েছে। বর্তমানে পদ্মা সেতু তৈরি করে সারা বিশ্বকে দেখিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ সরকার পারে। জনগন দেখছে উন্নয়নে জোয়ার বয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, সরকার অর্থের জন্য কারো কাছে হাত পাতেনি বলে বিশ্বমান পদ্মা সেতু তৈরি হয়েছে যা সারাবিশ্বকে দেখিয়ে দিয়েছে। এই সরকার শিক্ষাকে উন্নতি করার লক্ষ্যে প্রথম শ্রেনী হতে দশন শ্রেনী পর্যন্ত বিনামূল্যে বই প্রদান করেছে। দেশের হাজার হাজার গরীব ঘরে মেধাবী ছাত্র-ছাত্রী শিক্ষা দিকে অগ্রসর হচ্ছে।
পার্বত্য চট্টগ্রামে চোখ জুড়ালে দেখা যায় জেলা উপজেলা, ইউনিয়ন সহ সকল এলাকায় স্কুল, কলেজ, মসজিদ ,মন্দির, গীর্জা, হাসপাতাল ইত্যাদি কোন কিছু অভাব রাখে নাই, যেখানে দুর্গম পাহাড়ে বিদ্যুৎ নাই সেইখানে সোলার ব্যবস্থা করে দিয়েছে, তাই দেশমাতা দেশনেত্রী শেখ হাসিনা ছাড়া কোন বিকল্প নেই।
আলোচনা শেষে কেক কেটে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি’র জন্মদিন পালন করা হয়।